বাংলাদেশ চা বোর্ডে নিয়োগ
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ চা বোর্ড। মৌলভীবাজার জেলায় অবস্থিত বিভিন্ন চা বাগানের জন্য ৪টি পদে জনবল নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। আবেদনপত্র ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে হবে।
যা যা প্রয়োজন—
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ চা বোর্ড।
চাকরির ধরন: অস্থায়ী।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ।
কর্মস্থল: মৌলভীবাজার।
পদের নাম: মহাব্যবস্থাপক।
পদের সংখ্যা: ১টি।
বেতন স্কেল: আলোচনাসাপেক্ষ।
আবেদনের যোগ্যতা:
(১) প্রার্থীর যে কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসহ ৪ (চার) বছরের স্নাতক ডিগ্রি অথবা ২য় শ্রেণীতে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। তবে কৃষি/উদ্ভিদ বিজ্ঞান/চা চাষ সংক্রান্ত বিষয়ে ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। বয়স ন্যূনতম ৪৫ বছর।
(২) প্রার্থীর চা চাষ, চা উৎপাদন, চা প্রক্রিয়াজাতকরণ, বাজারজাতকরণ ও চা বাগান ব্যবস্থাপনার ক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
(৩) প্রার্থীকে কোনো প্রতিষ্ঠিত চা বাগানে ব্যবস্থাপক পদে কমপক্ষে ৫ (পাঁচ) বছর এবং উপব্যবস্থাপক/সহকারী ব্যবস্থাপক পদে কমপক্ষে ৫ (পাঁচ) বছরসহ ১০ (দশ) বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তবে দক্ষ ব্যক্তিদের ক্ষেত্রে অভিজ্ঞতার সময়সীমা শিথিলযোগ্য।
(৪) প্রার্থীর শ্রম আইন, কর আইন, ভূমি বিষয়ক আইন, করপোরেট আইন, সিকিউরিটিস আইন, কোম্পানি আইনসহ প্রাসঙ্গিক অন্যান্য আইন ও বিধি-বিধান সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে। তাকে নেগোশিয়েশনে দক্ষ এবং আকর্ষণীয় ব্যক্তিত্বসম্পন্ন ও সদালাপি হতে হবে।
পদের নাম: উপব্যবস্থাপক।
পদসংখ্যা: ২টি।
বেতন স্কেল: আলোচনাসাপেক্ষে।
আবেদনের যোগ্যতা:
(১) ন্যূনতম স্নাতক পাশ। বিএসসি (সম্মান), এমএসসি-উদ্ভিদ বিজ্ঞান/মৃত্তিকা বিজ্ঞান/কৃষিতত্ত্ব/ফরেস্ট্রি বিষয়ে ডিগ্রিধারী ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে। বয়স অনূর্ধ্ব ৪০ বছর৷
(২) সহকারী ব্যবস্থাপক/উপব্যবস্থাপক হিসাবে কোনো প্রতিষ্ঠিত চা বাগানে ন্যূনতম ৩ বছরের বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে।
(৩) নিয়োগের পরবর্তী ১২ (বারো) মাস দক্ষতার সঙ্গে সন্তোষজনকভাবে চাকরি করতে পারলে ব্যবস্থাপক পদে উন্নীত করা হবে।
পদের নাম: সহকারী ব্যবস্থাপক (মাঠ)।
পদসংখ্যা: ১টি।
বেতন স্কেল: ২৩,০০০-৫৫,৪৭০ টাকা স্কেলে বাংলাদেশ চা বোর্ডের অনুমোদিত হারে বেতন ও ভাতাদি প্রাপ্য হবেন।
আবেদনের যোগ্যতা:
(১) ন্যূনতম স্নাতক পাশ। বিএসসি (অনার্স) উদ্ভিদ বিজ্ঞান/মৃত্তিকা বিজ্ঞান/কৃষিতত্ত্ব বিষয়ে ডিগ্রিধারী ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে। বয়স ২১ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে।
পদের নাম: সহকারী ব্যবস্থাপক (কারখানা)।
পদের সংখ্যা: ১টি।
বেতন স্কেল: ২৩,০০০-৫৫,৪৭০ টাকা স্কেলে বাংলাদেশ চা বোর্ডের অনুমোদিত হারে বেতন ও ভাতাদি প্রাপ্য হবেন।
আবেদনের যোগ্যতা:
বিএসসি/ডিপ্লোমা (মেকানিকাল ইঞ্জিনিয়ার) বিষয়ে ডিগ্রি থাকতে হবে। বয়স ২১ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে।
আবেদনপত্র সংগ্রহ: বাংলাদেশ চা বোর্ডের ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে।
আবেদনের ঠিকানা: সচিব, বাংলাদেশ চা বোর্ড, প্রধান কার্যালয়, ১৭১-১৭২, বায়েজিদ বোস্তামী সড়ক, নাসিরাবাদ, চট্টগ্রাম-৪২১০। আবেদনপত্র ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে হবে।
আবেদন ফি: সচিব, বাংলাদেশ চা বোর্ড, চট্টগ্রামের অনুকূলে পরীক্ষার ফি বাবদ ২০০ টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার করতে হবে। টাকা জমার রশিদ অবশ্যই আবেদনপত্রের সঙ্গে পাঠাতে হবে।
আবেদনের শেষ সময়: ২০ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ অফিস চলাকালীন সময় পর্যন্ত আবেদন করতে পারবেন।
আরটিভি/এইচএসকে
মন্তব্য করুন