ঢাকাSunday, 04 May 2025, 21 Boishakh 1432

বডিস্প্রের সুগন্ধ দীর্ঘস্থায়ী করতে জেনে নিন কয়েকটি কৌশল

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ২৯ আগস্ট ২০২০ , ০৮:৫৩ পিএম


loading/img
প্রতীকী ছবি

শরীরকে ঘামের দুর্গন্ধ থেকে মুক্ত রাখতে অত্যন্ত কার্যকরী বডিস্প্রে। কমবেশি সবার কাছেই বডিস্প্রে, ডিওড্রেন্ট বা ওই জাতীয় সুগন্ধি খুব প্রয়োজনীয় একটি উপকরণ। বডিস্প্রের সুগন্ধি দীর্ঘক্ষণ ধরে রাখতে শরীরের বিভিন্ন অংশে ব্যবহার করতে পারেন।

বিজ্ঞাপন

অনেকে সুগন্ধি বগলের তলে ব্যবহার করেন। এ কারণে ঘামের গন্ধে কিছুক্ষণের মধ্যে তা ফিকে হয়ে যায়। এজন্য যে অংশগুলো ঘামে না যেমন, কানের পেছনে, গলায় ইত্যাদি জায়গায় ব্যবহার করলে তা দীর্ঘক্ষণ স্থায়ী হবে।

যা করবেন- 

বিজ্ঞাপন
  • অতিরিক্ত ঘামলে বডিস্প্রের সুগন্ধি নষ্ট হয়ে যায়। এজন্য যতটা সম্ভব কম ঘামার চেষ্টা করুন। তাহলে বডিস্প্রের সুগন্ধি স্থায়ী হবে।
  • বডিস্প্রে শরীরে স্প্রে করার সঙ্গে সঙ্গে গায়ে জামা পরবেন না। সুগন্ধি সারা গায়ে ছড়িয়ে পড়া পর্যন্ত অপেক্ষা করতে থাকুন।
  • অনেকে বডিস্প্রে কাপড়ে ব্যবহার করেন এবং স্প্রে করার পরে জায়গাটি ঘষে থাকেন। এই ধরনের কাজ একেবারেই করবেন না। এতে সুগন্ধি আরও দ্রুত ফিকে হয়ে যায়।
  • আপনি যে ব্র্যান্ডের বডিস্প্রে ব্যবহার করছেন একই সঙ্গে ওই ব্র্যান্ডের একই সুবাসযুক্ত অন্য প্রসাধনীও ব্যবহার করতে পারেন। এতে করে বডিস্প্রের সুগন্ধি দিনের শেষে ফিকে হয়ে গেলেও অন্য প্রসাধনের সুগন্ধি আপনাকে সতেজ রাখবে। 

সূত্র- জিনিউজ। 

বিজ্ঞাপন

জিএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |