• ঢাকা মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১
logo

মদ খেলে যে সব শক্তি কমে

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

  ০৭ নভেম্বর ২০২০, ১৫:৩৬
Alcohol
মদ

কর্পোরেট পার্টি কিংবা বন্ধুদের সঙ্গে ঘরোয়া আড্ডা, এখন অনেক জায়গায় অ্যালকোহল পান করেন অনেকেই। কিন্তু সমস্যা হয় নিয়মিত পান করার অভ্যাস থাকলে। বেশি অ্যালকোহলযুক্ত পানীয়ে আসক্ত হয়ে পড়লে শারীরিক নানা সমস্যা দেখা দেয়। উচ্চ রক্তচাপ, অনিয়মিত হৃদস্পন্দন, রক্ত জমাট বাধা, কার্ডিওমায়োপ্যাথি, স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায়।

মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন জানায়, বেশি পরিমাণে অ্যালকোহলযুক্ত পানীয় পান করলেই নানা সমস্যা হতে শুরু করে। নিয়ন্ত্রিত পরিমাণে পান করলে কী কী উপকার হয়?

২০০৩ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত মোট ১৫০০ জনের ওপরে এক সমীক্ষা চালানো হয়েছে। সেখানে দেখা গেছে, যাদের শরীরে ব্যথার সমস্যা রয়েছে, তাদের মধ্যে অধিকাংশই নিয়মিত মদপান করেন। ধূমপান বেশি করলে, মানসিক অবসাদের শিকার হলে, ড্রাগ নিলে শরীরে ব্যথার প্রবণতা থাকে। অ্যালকোহল পান কমিয়ে দেওয়ার পর ব্যথা কমেছে, এমন প্রমাণও মিলেছে সমীক্ষায়।

অ্যালকোহল পান করলে মানুষের রক্তচাপ ও রক্তে কোলেস্টেরলের মাত্রা বেড়ে যেতে পারে। এর ফলে মস্তিষ্কে রক্ত সরবরাহ করে যে রক্তনালী- সেগুলোও ক্ষতিগ্রস্ত হতে পারে। যার ফলে স্মৃতি লোপ পেতে পারে।

মদ্যপানে ওজন বাড়ে, এ পরীক্ষিত সত্য। অর্থাৎ ওজন নিয়ন্ত্রণে রাখতে চাইলে মদ্যপান কমাতে হবে।

বেশি অ্যালকোহল পানে লিভারে চাপ পড়ে। সিরোসিস অব লিভারও হতে পারে।

নিয়মিত মদ্যপান গভীর ঘুম নষ্ট করে দেয়। ঘুম ভেঙে ভেঙে যায়, ফলে পরের সকাল থেকেই ক্লান্ত লাগতে শুরু করে। অন্য দিকে অ্যালকোহলযুক্ত পানীয় কম পান করলে ঘুম ভালো হয়।

মাত্রাতিরিক্ত মদ্যপানের ফলে লিভারের ক্ষতি হয়, মস্তিষ্কের টিস্যু ক্ষয় হয়, হার্টের পেশি দুর্বল হয়ে অ্যারিথমিয়া ও স্ট্রোকের সম্ভাবনা বৃদ্ধি পায়। মানসিক অবসাদ, অল্পেই বিরক্তি বা মেজাজ হারানো, হাইপারটেনশন, গর্ভপাত, ক্যানসারের সম্ভাবনা বৃদ্ধি, ডিমেনশিয়ার ঝুঁকি বৃদ্ধি পায়। হজমের সমস্যা, স্বাভাবিক কামক্রিয়ায় বাধা, বয়সের তুলনায় বৃদ্ধ লাগার পাশাপাশি বুদ্ধিবৃত্তিগত ক্রিয়াও কমে যায়।

সূত্র- নিউজ এইটিন

জিএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • লাইফস্টাইল এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারত থেকে আলু ও পেঁয়াজ আমদানি বন্ধ, বেড়েছে দাম
দেশের শ্রম আইনকে বৈশ্বিক মানদণ্ডে নিতে চান ড. ইউনূস
ওয়ালটনে চাকরি, পাবেন জন্মদিনের উপহার
আমদানির সাড়ে তিনগুণ দামে বাজারে বিক্রি হচ্ছে আলু