ঢাকাসোমবার, ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২

চোখের পাপড়ি লম্বা ও ঘন করার ঘরোয়া উপায়

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২ , ০৩:৩৮ পিএম


loading/img

মানুষের চোখের সৌন্দর্যের মূল হলো চোখের পাপড়ি। চোখের পাপড়ি ভারী হলে চোখ দেখতেও অনেক সুন্দর লাগে। তাই ঘন, কালো ও লম্বা চোখের পাপড়ির জন্য অনেকে ব্যবহার করেন নকল চোখের পাপড়ি। কিন্তু কিছু ঘরোয়া পদ্ধতি অবলম্বন করলেই আর প্রয়োজন হবে না নকল চোখের পাপড়ি। 

বিজ্ঞাপন

জেনে নিন ঘরোয়া পদ্ধতিগুলো-


  
অলিভ অয়েল : ত্বকের যত্নে অলিভ অয়েল বহুল ব্যবহৃত উপাদান হিসেবে পরিচিত। রাতে ঘুমানোর আগে প্রতিদিন মাশকারার ব্রাশে করে চোখের পাপড়ির অলিভ ওয়েল লাগালে মিলবে অনেক সুফল। কিছুদিন এ ভাবে নিয়মিত অলিভ ওয়েল লাগালে চোখের পাপড়ি ঘন ও লম্বা হবে। 

বিজ্ঞাপন

ক্যাস্টর অয়েল : চোখের পাপড়ি ঘন করতে ক্যাস্টর অয়েল অনেক উপকারী। এতে রয়েছে ভিটামিন, প্রোটিন ও ওমেগা-৬ ফ্যাট, যা চোখের পাপড়ি বৃদ্ধি করতে কার্যকরী। ক্যাস্টর অয়েল চোখের পাপড়ি অনেক দ্রুত লম্বা ও ঘন করতে পারে। হালকা গরম করা ক্যাস্টর অয়েল তুলার সাহায্যে রাতে ঘুমানোর আগে চোখের পাপড়িতে লাগাবেন। 

অ্যালোভেরা : চোখের পাপড়িতে সারারাত অ্যালোভেরা জেল লাগিয়ে রাখতে হবে। কুসুম গরম পানি মিশিয়ে সকালে ধুয়ে ফেলতে হবে। ভালো ফলাফল পেতে নিয়মিত ব্যবহার করতে হবে। 

পেট্রোলিয়াম জেলি : চোখের পাপড়িতে সারারাত পেট্রোলিয়াম জেলি লাগিয়ে রাখলেও পাবেন ভালো ফল। সকালে কুসুম গরম পানি মিশিয়ে ধুয়ে ফেলতে হবে।

বিজ্ঞাপন

ম্যাসাজ : কয়েক ফোঁটা অলিভ অয়েল বা নারিকেল তেল আঙুলের সাহায্যে চোখের পাপড়ি ও চোখের চারপাশে ধীরে ধীরে কিছুক্ষণ ম্যাসাজ করতে হবে। নিয়মিত কিছুদিন ম্যাসাজ করলেই পেয়ে যাবেন ফলাফল।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |