ঢাকাTuesday, 13 May 2025, 30 Boishakh 1432

জেনে নিন মেকআপ তোলার ৪ সহজ উপায়

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৫ , ০৫:০৫ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

নিজেকে আকর্ষণীয় রাখতে অনেকেই মেকআপ ব্যবহার করেন। তবে, মেকআপ তোলার সঠিক পদ্ধতি অনেকেই জানেন না অথবা সময় পান না। মেকআপ তোলার সঠিক উপায় জানলে ত্বক থাকবে সুস্থ ও সুরক্ষিত। চলুন জেনে নেওয়া যাক মেকআপ তোলার জন্য ৪টি সহজ ধাপ।

বিজ্ঞাপন

রূপবিশেষজ্ঞদের মতে, সঠিকভাবে মেকআপ তোলার জন্য চারটি উপাদান প্রয়োজন: নারিকেল তেল, ফেসওয়াশ, ফেসপ্যাক, এবং টোনার।

cold-pressed-coconut-oil-is-made-from-ripe-coconut

বিজ্ঞাপন

১. নারিকেল তেল: প্রথমে একটি তুলা বা ফেসিয়াল টিস্যু নিয়ে নারিকেল তেল দিয়ে পুরো মুখ পরিষ্কার করুন। এরপর তেল লাগিয়ে ২ মিনিট পর্যন্ত মুখে ম্যাসাজ করুন।

২. ফেসওয়াশ: তেল দিয়ে মুখ পরিষ্কার করার পর একটি ভালো ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিন, যাতে ময়লা ও তেল পুরোপুরি চলে যায়।

৩. ফেসপ্যাক: এখন একটি কার্যকরী ফেসপ্যাক তৈরি করুন। চালের গুঁড়া, গুঁড়া দুধ, চিনি এবং লেবুর রস মিশিয়ে মুখে স্ক্রাব করুন। লেবুর খোসা দিয়েও স্ক্রাব করা যেতে পারে।

বিজ্ঞাপন

female-model-with-snow-white-smile-without-make-up-poses-white-wall-demonstrating-beneficial-properties-micellar-water

৪. টোনার এবং ময়েশ্চারাইজার: মুখ ধুয়ে ভালোভাবে টোনার হিসেবে গোলাপজল ব্যবহার করুন এবং এরপর একটি ভালো ময়েশ্চারাইজার লাগিয়ে ত্বকের সুরক্ষা নিশ্চিত করুন।

এই ৪টি ধাপে মেকআপ তুললে ত্বক থাকবে পরিষ্কার ও উজ্জল। ব্রণ বা কালো দাগের সমস্যাও কমে যাবে।

আরটিভি/জেএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |