ঢাকাThursday, 03 April 2025, 20 Choitro 1431

এবারের ঈদের ট্রেন্ডি মেকআপ কেমন হতে পারে

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ১৭ মার্চ ২০২৫ , ০৬:৩৬ পিএম


loading/img
ছবি: ফ্রিপিক

ঈদ মানেই উৎসব, আর এই দিনটি ঘিরে সবাই চায় সেরা লুকে থাকতে। পোশাক ও জুয়েলারির সঙ্গে মানানসই মেকআপ আপনার লুককে আরও গ্ল্যামারাস করে তুলতে পারে। সময়ের সাথে মেকআপ ট্রেন্ডেও এসেছে পরিবর্তন, এবং এবারের ঈদে যেসব লুক জনপ্রিয় হবে, তা নিয়েই থাকছে বিস্তারিত আলোচনা।

বিজ্ঞাপন

মিনিমাল মেকআপ লুক
মেকআপ ট্রেন্ডের অন্যতম জনপ্রিয় ধরন হলো মিনিমাল লুক। আগে মনে করা হতো, ভারী মেকআপেই সৌন্দর্য ফুটে ওঠে, তবে এখন সেই ধারণা বদলেছে। অল্প পরিমাণ প্রোডাক্ট ব্যবহার করেও একটি পারফেক্ট লুক তৈরি করা যায়। যেমন—ফাউন্ডেশনের বদলে কেবল কনসিলার দিয়ে দাগ ঢেকে সামান্য ব্লাশ ব্যবহার করলেই পাওয়া যায় সুন্দর ও ন্যাচারাল বেইজ। যেহেতু ঈদের দিনে গরমের সম্ভাবনা বেশি, তাই হালকা মেকআপই হতে পারে বেস্ট চয়েস।

464440083_973380011473541_2070863204618457569_n

বিজ্ঞাপন

গ্লসি মেকআপ লুক
গ্লো করা ত্বকের সৌন্দর্য অনন্য, আর এই কারণেই গ্লসি মেকআপ লুক এখন বেশ জনপ্রিয়। ঈদের সকালে এই লুক ট্রাই করতে পারেন। ফাউন্ডেশনের সাথে ইল্যুমিনেটর মিশিয়ে বা লিকুইড হাইলাইটার ব্যবহার করে ফেইসে গ্লো আনা সম্ভব। লিপস্টিকের ক্ষেত্রে লিকুইড ম্যাটের পরিবর্তে লিপগ্লস বেছে নেওয়াই ট্রেন্ডি। ঠোঁটের শেপ ডিফাইন করতে লিপলাইনার দিয়ে ড্র করে তার ওপর লিপগ্লস ব্যবহার করা এখনকার জনপ্রিয় স্টাইল।

কাজল দিয়ে আইলুক
এক সময় চোখের সৌন্দর্য ফুটিয়ে তুলতে মোটা করে কাজল ব্যবহার করা হতো, আর সেই ট্রেন্ড আবার ফিরে এসেছে। অনেকে এখন আইলাইনার বাদ দিয়ে চোখের নিচে মোটা করে কাজল ব্যবহার করছেন। চাইলে কাজলকে স্মাজ করে স্মোকি আইলুক-ও ট্রাই করতে পারেন, যা এখন বেশ জনপ্রিয়।

Capture

বিজ্ঞাপন

লাইট শেডের আইশ্যাডো ও ব্লাশ
বেশিরভাগ মানুষ এখন লাইট শেডের মেকআপ পছন্দ করেন। ব্রাউনিশ বা পিচ টোনের আইশ্যাডো যেকোনো পোশাকের সাথে সহজেই মানিয়ে যায়। ব্লাশের ক্ষেত্রেও লাইট পিংক বা পিচ শেড বেছে নেওয়া ভালো, যা ন্যাচারাল লুক বজায় রাখে। একরঙা মেকআপ লুকের জন্য একই শেডের আইশ্যাডো ও ব্লাশ ব্যবহার করতে পারেন।

ন্যাচারাল আইব্রো
আগে ড্রামাটিক আইব্রো ট্রেন্ডি থাকলেও এখন বেশি জনপ্রিয় ন্যাচারাল আইব্রো। অনেকে আইব্রো পেন্সিলের বদলে আইব্রো জেল দিয়ে সেট করছেন, যা সহজেই ন্যাচারাল লুক তৈরি করে। সঠিকভাবে আইব্রো ড্র না করলে মুখের স্বাভাবিক সৌন্দর্য নষ্ট হতে পারে, তাই এখনকার ট্রেন্ড ন্যাচারাল ফিনিশিং।

hrfghdh

ডার্ক লিপস্টিক
যদিও ন্যুড লিপস্টিক ট্রেন্ডে রয়েছে, তবে ডার্ক লিপস্টিকের জনপ্রিয়তা কখনোই কমবে না। লাল, মেরুন বা ডার্ক বেরির মতো শেডের লিপস্টিক আপনার পুরো লুককে নতুন মাত্রা দিতে পারে। হালকা মেকআপ করলেও ডার্ক লিপস্টিক আপনাকে আকর্ষণীয় করে তুলবে। তবে পোশাক যদি খুব গর্জিয়াস হয়, তাহলে ন্যুড শেডের লিপস্টিক বেছে নিতে পারেন।

স্কিন কেয়ার ও অথেনটিক প্রোডাক্ট ব্যবহার করুন
পারফেক্ট মেকআপের জন্য স্কিন কেয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ। হেলদি স্কিন থাকলে কম মেকআপেই সুন্দর দেখাবে। পাশাপাশি অথেনটিক প্রোডাক্ট ব্যবহার করা জরুরি।

এবারের ঈদে যে মেকআপ লুকই বেছে নিন না কেন, নিজের স্বাচ্ছন্দ্য ও স্কিনের প্রয়োজন অনুযায়ী সেটি নির্বাচন করুন। ট্রেন্ডের সাথে সাথে নিজের স্টাইলও বজায় রাখুন, আর থাকুন আত্মবিশ্বাসী!

আরটিভি/জেএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |