ঢাকাThursday, 29 May 2025, 15 Jyoishţho 1432

ভারতীয় বাহিনীর গোলাবর্ষণে নারী-শিশুসহ নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৭ ফেব্রুয়ারি ২০১৯ , ০৯:০২ এএম


loading/img
এএনআই থেকে নেয়া

পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ভারতের মর্টার শেল হামলায় দুই শিশুসহ চারজন নিহত হয়েছেন। ভারতীয় ও পাকিস্তানি বাহিনীর মধ্যে গোলাগুলির মধ্যে কোটলিতে ওই হামলায় আরও সাতজন আহত হয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার রাতে একজন সিনিয়র হাসপাতাল কর্মকর্তা নাসরুল্লাহ খান বলেছেন, গোলাবর্ষণে এখন পর্যন্ত চারজন নিহত হয়েছেন।

তিনি বলেন, ভারতীয় বাহিনীর গোলাবর্ষণে নিয়ন্ত্রণরেখা বরাবর নাকইয়ালে নিহতদের মধ্যে একজন নারী ও তার দুই শিশু সন্তান রয়েছে।

বিজ্ঞাপন

নাসরুল্লাহ আরও বলেন, আধা-স্বায়ত্ত্বশাসিত অঞ্চলের কইরাট্টা শহরে আরেক ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গেছে।

পাকিস্তান অধিকৃত কাশ্মীরের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের একজন কর্মকর্তা শরিফ তারিক বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, নিয়ন্ত্রণরেখা বরাবর নাকইয়াল সেক্টরের একটি বাড়িতে একটি ভারতীয় মর্টার শেল আঘাত হানলে একজন মা, তার মেয়ে ও ছেলে নিহত হয়েছেন।

এদিকে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, নিয়ন্ত্রণরেখা বরাবর উভয়পক্ষের গোলাগুলিতে পাঁচজন ভারতীয় সেনাও আহত হয়েছেন।

বিজ্ঞাপন
Advertisement

এর আগে সোমবার রাত সাড়ে ৩টার দিকে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে জঙ্গি আস্তানা লক্ষ্য করে বিমান হামলা চালায় ভারতীয় বিমানবাহিনী। ভারত দাবি করে তার নিয়ন্ত্রণরেখা ৫০ কিলোমিটার দূরবর্তী বালাকোটে ওই হামলা চালিয়েছে এবং এতে ৩০০ জঙ্গি নিহত হয়েছে।

যদিও পাকিস্তান বলছে, ভারতে এমন দাবি মিথ্যা এবং ওই হামলায় কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে ভারতীয় বিমানবাহিনী নিয়ন্ত্রণরেখা অতিক্রম করেছে বলে স্বীকার করেছে পাকিস্তান।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |