ঢাকাশনিবার, ২৮ জুন ২০২৫, ১৪ আষাঢ় ১৪৩২

সিরিজ হারের পর পিএসএলে যোগ দিলেন রিশাদ

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২২ মে ২০২৫ , ০১:৩৪ পিএম


loading/img
রিশাদ। ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতে কাছে সিরিজ খুইয়েছে বাংলাদেশ। তৃতীয় ম্যাচে নিজের সেরাটা নিতে পারেননি রিশাদ হোসেন। তবে ম্যাচ শেষে পিএসএল খেলতে পাকিস্তানের বিমান ধরেন তিনি। লাহোর কালান্দার্স শিবিরে যোগ দিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২২ মে) নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেইজে এক পোস্টের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন রিশাদ ও তার দল লাহোর কালান্দার্স।

লাহোর তাদের পোস্টের ক্যাপশনে লিখেছেন, দেখুন কে ফিরে এসেছে! করাচি কিংসের বিপক্ষে গুরুত্বপূর্ণ এলিমিনেটরের আগে রিশাদ দলে যোগ দিয়েছেন।

বিজ্ঞাপন

আগের রাতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ৪ ওভারে ৩২ রান খরচ করে ১ উইকেট শিকার করেছেন রিশাদ। প্রথম তিন ওভারে ১৩ রান দিয়েছিলেন তিনি। তবে নিজের শেষ ওভারে ১৯ রান খরচ করেন তিনি। এতেই ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ।

আসন্ন পাকিস্তান সফরের স্কোয়াডেও রয়েছেন রিশাদ। তবে পিএসএলে করাচি কিংসের বিপক্ষে গুরুত্বপূর্ণ এলিমিনেটর ম্যাচকে সামনে রেখে সবার আগেই পাকিস্তানে গিয়েছেন তিনি।

আরটিভি/এসআর/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |