ঢাকাশনিবার, ২৮ জুন ২০২৫, ১৪ আষাঢ় ১৪৩২

বাবরসহ তিন তারকাকে বাদ দিয়ে বাংলাদেশ সিরিজের দল ঘোষণা পিসিবির

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ২১ মে ২০২৫ , ০৭:০৪ পিএম


loading/img
পাকিস্তান দল। ছবি: এএফপি

ভারত-পাকিস্তান সংঘাতের কারণে বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ থেকে কাটা পড়েছে দুই ম্যাচ। নতুন সূচি অনুসারে আগামী ২৮ মে শুরু হবে সিরিজটি। আর এই সিরিজকে সামনে রেখে শক্তিশালী দল ঘোষণা করেছে পিসিবি।

বিজ্ঞাপন

এই সিরিজে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন সালমান আলী আঘা। সহ-অধিনায়ক করা হয়েছে শাদাব খানকে। বুধবার (২১ মে) ১৬ সদস্যের এই দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

তবে সবচেয়ে অবাক করা বিষয় হলো টি-টোয়েন্টির তিন তারকা বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও শাহিন আফ্রিদিকে দলে রাখেনি পিসিবি। এ ছাড়াও নিউজিল্যান্ড সিরিজে দারুণ পারফরম্যান্স করা বাঁ-হাতি পেসার আকিফ জাভেদও নেই দলে।

বিজ্ঞাপন
আরও পড়ুন

বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজ খেলার কথা ছিল পাকিস্তানের। তবে ভারত-পাকিস্তানের যুদ্ধ পরিস্থিতিতে পিএসএল পিছিয়ে যাওয়া ও নিরাপত্তা সংকটে তৈরি হয় অনিশ্চয়তা।

বিজ্ঞাপন

পরে সিরিজটি দুই বোর্ডের সমঝোতায় নামিয়ে আনা হয় তিন ম্যাচে। আগামী ২৮ মে শুরু হবে সিরিজ। ৩০ ও ১ জুন মাঠে গড়াবে সিরিজের বাকি দুই ম্যাচ। 

বিজ্ঞাপন

পাকিস্তানের টি-টোয়েন্টি স্কোয়াড: সালমান আঘা (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস রউফ, হাসান আলী, হাসান নওয়াজ, হুসেইন তালাত, খুশদীল শাহ, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), ওয়াসিম জুনিয়র, ইরখান খান, নাসিম শাহ, শাহিবজাদা ফারহান (উইকেটরক্ষক), সাঈম আইয়ূব। 

আরটিভি/এসআর-টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |