অমর একুশে গ্রন্থমেলা ২০২৩-এ প্রকাশিত হয়েছে কবি ও কথাসাহিত্যিক শফিক রিয়ানের নতুন বই ‘নিষিদ্ধ করে দাও সূর্যাস্ত’।
বিজ্ঞাপন
প্রেম, ভালোবাসা, দ্রোহ, প্রকৃতি-পরিবেশসহ বেশ কিছু বিষয় নিয়ে লেখা কবিতা দিয়ে ৬৪ পৃষ্ঠার বইটি সাজানো হয়েছে। বইটি প্রকাশ করছে পথিকৃৎ প্রকাশন।
বইটি প্রসঙ্গে শফিক রিয়ান বলেন, মনের ক্ষুধা মেটাতেই লেখালেখি করি। তারই ধারাবাহিকতায় এসেছে ‘নিষিদ্ধ করে দাও সূর্যাস্ত’। আশা করি, বরাবরের মতো সবাইকে পাশে পাব।
বিজ্ঞাপন
এর আগে লেখকের ‘আজ রাতে চাঁদ উঠবে না’, ‘বিধ্বস্ত নক্ষত্র’, ‘মেঘ বিষাদের দিন’ নামে তিনটি বই প্রকাশ হয়েছে।