ঢাকাবৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

জোবায়ের মিলনের ‘রবীন্দ্রসাধক সাদি মহম্মদের আত্মহত্যা: রাষ্ট্রীয় পদক ও আমাদের হিপোক্রেসি’

শিল্প-সাহিত্য ডেস্ক

শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫ , ০৪:২৪ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

সংবাদকর্মী ও কথাসাহিত্যিক জোবায়ের মিলনের সংকলন ও সম্পাদনায় ‘রবীন্দ্রসাধক সাদি মহম্মদের আত্মহত্যা: রাষ্ট্রীয় পদক ও আমাদের হিপোক্রেসি’ নামে বইটি অমর একুশে বইমেলা-২৫-এ প্রকাশিত হয়েছে ঐতিহ্য প্রকাশনি থেকে। মেলায় প্যাভিলিয়ন নম্বর ২৮। বইটির প্রচ্ছদ করেছেন ধ্রব এষ। গায়ের মূল্য ৪৫০ টাকা।

বিজ্ঞাপন

রাবীন্দ্রিক বাতাবরণে অভ্যস্ত এক নন্দিত জীবনের অধিকারী ছিলেন খ্যাতিমান রবীন্দ্র সংগীত শিল্পী সাদি মহম্মদ। এই শিল্পীর জীবন ছিল অত্যন্ত স্বচ্ছ, সাবলীল ও সাধারণ এবং কাব্যিক। অসাধারণ সুরেলা কণ্ঠে তিনি গাইতেন। চলনে বলনে ভঙ্গিতে ছিলেন শান্ত স্রোতস্মী নদীর মতো—যিনি সুরোজাদুর ফল্গুধারায় স্রোতাকে মুগ্ধই শুধু করতেন না, সম্মোহিত করে রাখতেন লাগো দর্শক। সেই দর্শকের মনেই বিরাট এক প্রশ্নবোধক রেখা টেনে তিনি বেছে নিলেন স্বেচ্ছামৃত্যু! কিন্তু কেন? কী এমন অভাব-অভিমান ছিল পরিণত এই যশোস্বরা শিল্পীর? সেসব কারণ, সাদি মহম্মদের জীবন পরিক্রমার অংশ, রাষ্ট্রীয় পদকের বিচার-বিচ্যুতি; পরিবার, সমাজ, রাষ্ট্র ও আমাদের হিপোক্রেসি এবং স্বেচ্ছামৃত্যু কিংবা সুইসাইডের প্রতিফলে আত্মীয়-স্বজন-পরিজন, পরিবেশ, পরিস্থিতির ওপর কী প্রভাব তৈরি হয়; কী ঘানি জীবনভর বহন করে চলেন নিকট জীবিতরা—এমন কিছু গুরুত্বপূর্ণ গবেষণা প্রবন্ধসহ সাদি মহম্মদকে ঘিরে নানান শ্রেণির বিদগ্ধজনের রচনা নিয়ে সংকলিত ও সম্পাদিত বইটি।

জোবায়ের মিলন পেশাগতভাবে কাজ করছেন একটি টেলিভিশন চ্যানেলে বার্তা প্রয়োজক হিসেবে। লেখালেখির চর্চা কৈশোরের শুরুতে। নিয়মিত লিখছেন ছোট-বড় কাগজে এবং দৈনিকের সাহিত্য সাময়িকীতে। গল্প, কবিতা ছাড়া ও সমসাময়িক বিষয়ে প্রবন্ধ, শিশুর মানসিক বিকাশে কর্তব্য-করণীয় ফিচার, শিশুতোষ ছড়াও লিখছেন সমান আগ্রহে। তার মৌলিক গ্রন্থ চারটি। সংকলন ও সম্পাদনা একটি।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |