নিয়োগযোগ্য শিক্ষার্থী গড়ার তালিকায় নেই দেশের কোনও বিশ্ববিদ্যালয়
ফরাসি পরামর্শক ফার্মের জরিপে বিশ্বের সেরা ২৫০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাংলাদেশের কোনও বিশ্ববিদ্যালয় জায়গা করে নিতে পারেনি।
সম্প্রতি ‘গ্লোবাল এমপ্লোয়েবিলিটি ইউনিভার্সিটি র্যাঙ্কিং অ্যান্ড সার্ভে (জিইইউআরএস ২০২৫)’ তালিকাটি প্রকাশ করেছে ফরাসি প্রতিষ্ঠান ‘ফার্ম ইমার্জিং’।
জানা গেছে, সময়ের সঙ্গে বদলে যাওয়া চাকরির বাজার ও বৈশ্বিক কোম্পানিগুলোর চাহিদা নিয়ে করা হয়েছে এই জরিপ। যেখানে বৈশ্বিক কোম্পানিগুলো চায় আরও উদ্যমী, পরিশ্রমী একই সঙ্গে মেধাবী শিক্ষার্থী। যা পূরণে অক্ষম বাংলাদেশি বিশ্ববিদ্যালয়গুলো।
এই তালিকায় জায়গা হজয়েছে প্রতিবেশী দেশ ভারতের ১০টি বিশ্ববিদ্যালয়ের। ভারতীয় বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সবার আগে ২৮ নম্বরে আছে আইআইটি দিল্লি। ভারত এছাড়াও এশিয়ার দেশগুলোর মধ্যে চীন, দক্ষিণ কোরিয়া, হংকং, জাপান, তাইওয়ান, মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার অন্তত একটি করে বিশ্ববিদ্যালয় রয়েছে এই তালিকায়।
যুক্তরাষ্ট্রের ম্যাসাচুয়েটস ইনস্টিটিউট অব টেকনোলজি, ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি, স্যানফোর্ড বিশ্ববিদ্যালয়, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, যুক্তরাজ্যের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়, যুক্তরাষ্ট্রের প্রিন্সটোন বিশ্ববিদ্যালয়, যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়, সিঙ্গাপুর জাতীয় বিশ্ববিদ্যালয় ও যুক্তরাজ্যের লন্ডন ইম্পেরিয়াল কলেজ রয়েছে তালিকার সেরা দশে।
আরটিভি/এসএপি
মন্তব্য করুন