ঢাকাশনিবার, ১২ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১

সংযুক্ত আরব আমিরাতে ঈদের ছুটি ১৪-১৭ জুন

মাহাবুব হাসান হৃদয়, দুবাই প্রতিনিধি

মঙ্গলবার, ১২ জুন ২০১৮ , ০৫:৪৮ পিএম


loading/img
ফাইল ছবি

সংযুক্ত আরব আমিরাতে ঈদ আল ফিতরের ছুটি ঘোষণা করা হয়েছে। সরকারের মানবসম্পদের কেন্দ্রীয় কর্তৃপক্ষ এ ঘোষণা দিয়েছে। তারা বলছে, বৃহস্পতিবার দেশটিতে ২৯ রমজান। আর এই দিন থেকেই দেশটিতে ঈদের ছুটি শুরু হবে। যা শাওয়ালের তৃতীয় দিন ১৭ জুন রবিবার পর্যন্ত বহাল থাকবে।

বিজ্ঞাপন

এসময় কর্তৃপক্ষ প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান, ভাইস প্রেসিডেন্ট ইউএই-এর প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম, আবুধাবির ক্রাউন প্রিন্স ও সংযুক্ত আরব আমিরাতের সশস্ত্র বাহিনীর ডেপুটি সুপ্রিম কমান্ডার শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান এবং সুপ্রিম কাউন্সিলের সদস্য ও আমিরাতের শাসকগণকে শুভেচ্ছা জানান।

কর্তৃপক্ষ এসময় পুরো বিশ্বের আরব ও মুসলিম দেশগুলোকে ঈদের শুভেচ্ছাও জানান।

বিজ্ঞাপন

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |