সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের স্বপ্ন নিয়ে দেশ ছেড়েছিল বাংলাদেশ দল। কিন্তু এই সফরে পুরোপুরি হতাশ হয়েছে লিটন বাহিনী। আরব আমিরাতের কাছে সিরিজ হারের পর পাকিস্তানের বিপক্ষে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। সেই লজ্জার বোঝা কাঁধে নিয়ে দেশে ফিরেছে টাইগাররা।
সোমবার (২ জুন) সন্ধ্যায় দেশে ফিরেছে বাংলাদেশ দল। দুই বহরের প্রথম বহর এসে পৌঁছেছে সন্ধ্যায়। যেখানে ছিলেন নাজমুল হোসেন শান্ত, শামীম পাটোয়ারী, তাওহীদ হৃদয়, তানজিম সাকিব, শরিফুল ইসলাম লিটন দাস ও তানজিদ হাসান তামিম।
দ্বিতীয় বহর এসে পৌঁছায় রাত ১১টায়। যেখানে ছিলেন বাকি ক্রিকেটার ও টিম ম্যানেজমেন্টের সদস্যরা।
প্রথম দুই ম্যাচ জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছিল পাকিস্তান। তাই তৃতীয় ম্যাচটি ছিল সম্মানরক্ষার। আগে ব্যাট করতে নেমে পাকিস্তানকে ১৯৭ রানের লক্ষ্য দিয়েছিল পাকিস্তান।
জবাব দিতে ৩৫ বলে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়ে বাংলাদেশকে লজ্জার ডুবায় পাকিস্তানের মোহাম্মদ হারিস। তাতে ৭ উইকেটের বিশাল জয়ে সিরিজে টাইগারদের হোয়াইটওয়াশ নিশ্চিত করেছে ম্যান ইন গ্রিনরা।
আরটিভি/এসআর-টি