ঢাকাMonday, 26 May 2025, 12 Jyoishţho 1432

রাবিতে জিয়াউর রহমান হল ডিবেটিং সোসাইটির যাত্রা শুরু

রাবি প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪ , ১১:০১ পিএম


loading/img
ছবি : আরটিভি

‘দৃঢ় প্রত্যয়ে যুক্তিতে অঙ্গিকারবদ্ধ’ স্লোগানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) জিয়াউর রহমান হল ডিবেটিং সোসাইটির যাত্রা শুরু হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৬ মার্চ) বিকেলে হল প্রাধ্যক্ষ কক্ষে আয়োজিত এক সভায় ২০২৩-২৪ সেশনে নতুন কার্যনির্বাহী কমিটি গঠনের মধ্য দিয়ে হলটিতে এই বিতর্ক সংগঠনটির যাত্রা শুরু হয়।

হলটির আবাসিক শিক্ষার্থী রিফাত হোসেনকে সভাপতি এবং অনাবিল চাকমাকে সাধারণ সম্পাদক করে নতুন এই কমিটি গঠন করা হয়। 

বিজ্ঞাপন

১৭ সদস্যবিশিষ্ট এই কমিটির অনুমোদন দেন হল প্রাধ্যক্ষ ড. সুজন সেন, হলটির আবাসিক শিক্ষক ও চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক তপন কুমার বর্মন এবং ব্যাংকিং ও ইন্স্যুরেন্স বিভাগের সহকারী অধ্যাপক হেমন্ত কুমার ভদ্র।  

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহসভাপতি মেহেদী শান্ত, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুজ্জামান রফিক, সাংগঠনিক সম্পাদক মো. সজিব, দপ্তর সম্পাদক প্রত্যয় শিহাব, প্রচার সম্পাদক অন্তু, কোষাধ্যক্ষ জাকারিয়া আকিব, গবেষণা বিষয়ক সম্পাদক শান্ত আহম্মেদ, অধিবেশন আয়োজন বিষয়ক সম্পাদক অরণ্য, পাঠচক্র বিষয়ক সম্পাদক শিমুল। এ ছাড়া কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন শোভন, ক্লিনটন চাকমা, রুবাই, মাহদী, আসিফ এবং নাইমুল ইসলাম।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |