ঢাকাFriday, 27 June 2025, 13 Ashaŗh 1432

বিকেলে আওয়ামী লীগের সঙ্গে বসবে ইসি

আরটিভি নিউজ

রোববার, ৩১ জুলাই ২০২২ , ০৯:১১ এএম


loading/img
ফাইল ছবি

আওয়ামী লীগের সঙ্গে বিকেলে সংলাপে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।

বিজ্ঞাপন

রোববার (৩১ জুলাই) বিকেল ৩টায় ইসি কার্যালয়ে সংলাপটি শুরু হবে।

আওয়ামী লীগের সঙ্গে সংলাপের মধ্যে দিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির ধারাবাহিক সংলাপ শেষ হবে।

জানা গেছে, আজ বেলা ১১টায় জাতীয় পার্টির সঙ্গে সংলাপে বসবে নির্বাচন কমিশন। পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নুর নতৃত্বে প্রতিনিধি দল এই সংলাপে অংশ নেবে। এরপর বিকেল ৩টায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে ইসির সংলাপে অংশগ্রহণ করবে ক্ষমতাসীন দলের প্রতিনিধিরা। এর মাধ্যমেই ইসির ধারাবাহিক সংলাপ শেষ হবে।

এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গত ১৭ জুলাই রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করে ইসি। নিবন্ধিত দলগুলোর মধ্যে বিএনপিসহ ৯টি দল সংলাপ বর্জন করেছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |