ঢাকাবৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২

বিকেলে ইসিতে যাচ্ছে এনসিপি

আরটিভি নিউজ

রোববার, ২২ জুন ২০২৫ , ১০:৩৩ এএম


loading/img
ছবি: সংগৃহীত

নতুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বিজ্ঞাপন

রোববার (২২ জুন) আবেদন ফরম জমা দেওয়া হবে বলে জানান দলটির যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীন।

তিনি বলেন, আজ রোববার বিকেল ৩টায় নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য আবেদন জমা দিতে যাবে এনসিপির প্রতিনিধিদল।

বিজ্ঞাপন

এদিকে, নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য ইসির আবেদন গ্রহণের সময় শেষ হচ্ছে আজ।

আরও পড়ুন

গত ২৮ ফেব্রুয়ারি গণ-অভ্যুত্থানে নেতৃত্বদানকারী ছাত্রদের দল এনসিপির আত্মপ্রকাশ হয়। আত্মপ্রকাশের চার মাস পেরিয়ে গেলেও দলটি এখনও নিবন্ধনের জন্য ইসিতে আবেদন করেনি। ফলে ঐক্যমত কমিশনসহ সরকারের সঙ্গে বৈঠকে দলটির প্রতিনিধিত্ব নিয়ে প্রশ্ন ওঠে।

বিজ্ঞাপন

এ বিষয়ে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন জানান, নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনের সব শর্ত পূরণে সময় প্রয়োজন হয়। এমনকি জেলা-উপজেলায় কমিটি গঠনেরও প্রয়োজন হয়। এসব প্রক্রিয়া শেষ করে নিবন্ধনের জন্য আবেদন করতে যাচ্ছে এনসিপি।

তিনি বলেন, দলের জেলা-উপজেলা কমিটি, অফিস এবং সদস্য ফরমের যে বাধ্যবাধকতা রয়েছে, এনসিপি এগুলো সব পূরণ করেছে। আমরা আশাবাদী— নিবন্ধন জমা দেওয়ার জন্য যেসব শর্ত পূরণ করা দরকার, সেগুলো করতে পেরেছি।

তিনি আরও বলেন, মূলত আমরা ৫ থেকে ৬টি প্রতীক ঠিক করেছি। আবেদন জমা দেওয়ার পরে গণমাধ্যমে সেটা প্রকাশ করতে চাই।

আরটিভি/এফএ/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |