ঢাকাশনিবার, ২৯ মার্চ ২০২৫, ১৫ চৈত্র ১৪৩১

কোটা আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে জাবিতে বিক্ষোভ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংবাদদাতা

বুধবার, ১৮ জুলাই ২০১৮ , ০৪:৩৪ পিএম


loading/img

কোটা সংস্কার আন্দোলনে গ্রেফতারকৃতদের মুক্তি, নিখোঁজ শিক্ষার্থীদের সন্ধান, নিরাপদ ক্যাম্পাস- এই তিনটি দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা। 
 
বুধবার সকালে তারা এ বিক্ষোভ করেছে।
 
বিক্ষোভ মিছিলে ‘অবিলম্বে গ্রেফতারকৃতদের মুক্তি চাই, দিতে হবে’, ‘আমাদের ক্যাম্পাসে আমরাই থাকবো’, ‘এসো ভাই, এসো বোন, গড়ে তুলি আন্দোলন’ এসব স্লোগান দিতে দেখা যায়।
 
বিশ্ববিদ্যালয়ের প্রীতিলতা হলের সামনে থেকে প্রায় দুই শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে একটি মিছিল শুরু হয়। 
 
মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রীতিলতা হলের সামনে গিয়ে শেষ হয়।
 
পরে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। 
 
সমাবেশে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক শারমিন আক্তার সাথী বলেন, আটককৃতদের অবশ্যই নিঃশর্ত মুক্তি দিতে হবে।
 
দেশজুড়ে অব্যাহত হামলা-নিপীড়নের অবশ্যই বিচার করতে হবে।
 
এসজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |