জাবি ছাত্রশিবিরের সভাপতি মুহিব, সম্পাদক মুস্তাফিজুর

জাবি প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫ , ০৪:২২ পিএম


জাবি ছাত্রশিবিরের সভাপতি মুহিব, সম্পাদক মুস্তাফিজুর
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখার ২০২৫ সেশনের কমিটিতে সভাপতি পদে মহিবুর রহমান মুহিব নির্বাচিত হয়েছেন। এ ছাড়াও সেক্রেটারি পদে মুস্তাফিজুর রহমান মনোনীত হয়েছেন।

বিজ্ঞাপন

শুক্রবার (৩ জানুয়ারি) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

নবনির্বাচিত সভাপতি মহিবুর রহমান মুহিব বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০১৭-১৮ সেশনের (৪৭তম ব্যাচ) শিক্ষার্থী ও শহীদ সালাম বরকত হলের আবাসিক ছাত্র এবং সেক্রেটারি মুস্তাফিজুর রহমান বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ২০১৭-১৮ সেশনের (৪৭তম ব্যাচ) শিক্ষার্থী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক ছাত্র।

বিজ্ঞাপন

এদিন সকাল ১০টায় জাবি শাখা ছাত্রশিবিরের সদস্যদের উপস্থিতিতে সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামের নেতৃত্বে কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক সিবগাতুল্লাহ।

২০২৫ সেশনের জন্য সভাপতি নির্বাচন উপলক্ষে সমাবেশে কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারে সদস্যরা নিজ নিজ ভোট প্রয়োগ করেন। ভোট গণনা শেষে সর্বাধিক ভোটপ্রাপ্ত মহিবুর রহমান মুহিবের নাম সভাপতি হিসেবে ঘোষণা করেন কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। পরে নবনির্বাচিত সভাপতিকে শপথবাক্য পাঠ করান তিনি।

সদস্যদের পরামর্শের ভিত্তিতে নবনির্বাচিত সভাপতি মহিবুর রহমান মুহিব শাখা সেক্রেটারি হিসেবে মুস্তাফিজুর রহমানকে মনোনীত করেন এবং নাম ঘোষণা করেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক সিবগাতুল্লাহ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সদ্য সাবেক সভাপতি হারুনুর রশিদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আরটিভি/এমকে/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission