ঢাকারোববার, ২৭ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২

জাবিতে পুণ্যার্থীদের যাত্রা : সীমানা পেরিয়ে আধ্যাত্মিক অনুসন্ধান 

আরটিভি নিউজ

শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫ , ০৩:২৮ এএম


loading/img
ছবি : আরটিভি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘পূণ্যার্থীদের যাত্রা : সীমানা পেরিয়ে আধ্যাত্মিক অনুসন্ধান’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদ ভবন অডিটোরিয়ামে ইনস্টিটিউট অফ কম্পারেটিভ লিটারেচার অ্যান্ড কালচার আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইরানের রিলিজিয়ন্স অ্যান্ড ডেনোমিনেশনস ইউনিভার্সিটির অধ্যাপক ড. সাইয়্যেদ মাহদী আলী জাদে মুসাভী।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. রেজাউল ইসলামের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. আব্দুর সবুর খান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইনস্টিটিউটের প্রভাষক ও আয়োজক কমিটির সদস্য সচিব নাহিদুল হাসান নাঈম।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে বক্তারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় বিশ্ব মানবের মধ্যে সৌন্দর্য, সম্প্রীতি ও বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ হওয়ার আহ্বান জানান। বিশ্বের সব ধর্মের আধ্যাত্মিক সাধক ও সুফিরা মানবজাতির মধ্যে হিংসা বিদ্বেষ পরিহার করে সকলের মধ্যে আত্মার মিলন ও আধ্যাত্মিক বন্ধন গড়ে তোলতে ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।  

আরটিভি/কেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |