শেখ হাসিনার বিপদ নিয়ে ভবিষ্যদ্বাণী করেছিলেন জ্যোতিষী

আরটিভি নিউজ

বুধবার, ০৭ আগস্ট ২০২৪ , ১০:১৮ এএম


শেখ হাসিনার বিপদ নিয়ে ভবিষ্যদ্বাণী করেছিলেন জ্যোতিষী
ফাইল ছবি

এক বছর আগেই শেখ হাসিনার বিপদ নিয়ে ভবিষ্যদ্বাণী করেছিলেন ভারতের প্রশান্ত কিনি নামে এক জ্যোতিষী। বর্তমানে কিনির সেই ভবিষ্যদ্বাণীটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (৭ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন থেকে এ খবর জানা গেছে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, জ্যোতিষী প্রশান্ত কিনি ২০২৩ সালে বলেছিলেন, ‘২০২৪ সালের মে, জুন, জুলাই ও আগস্ট মাসে শেখ হাসিনাকে সতর্ক থাকতে হবে। এ সময় তার ওপর হত্যাচেষ্টা করা হতে পারে।’

বিজ্ঞাপন

গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়েছেন শেখ হাসিনা। তারপর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে করা পুরোনো পোস্টটি নতুন করে শেয়ার করেন প্রশান্ত কিনি।

এতে প্রশান্ত লিখেছেন, শেখ হাসিনা যে ২০২৪ সালের আগস্টে সমস্যায় পড়বেন, তা আমি আগেই বলেছিলাম।

পোস্টটি শেয়ার করার পর হাজার হাজার কমেন্ট পড়েছে সেখানে। মন্তব্যও করেছেন বহু মানুষ। অনেকেই প্রশান্তর কাছে নিজের ভবিষ্যৎ সম্পর্কে জানতে চেয়েছেন। অনেকেই লিখেছেন, আপনার ভবিষ্যৎ দেখার ক্ষমতা অসাধারণ।

বিজ্ঞাপন

এদিকে ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনাকে তার ভবিষ্যৎ পরিকল্পনার জন্য আরও কয়েকটা দিন সময় দিতে চায় ভারত সরকার।

বিজ্ঞাপন

 

I have Already predicted Sheikh Haseena will be in trouble in August 2024 ,
Is she flee her country !!!! https://t.co/WePWMaOOkP

— Prashanth Kini (@AstroPrashanth9) August 5, 2024

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission