• ঢাকা সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১
logo

বাংলাদেশের ম্যাচে দর্শক উপস্থিতি নিয়ে যা জানালো বাফুফে

আরটিভি নিউজ

  ২১ অক্টোবর ২০২০, ১৯:৪৯
bangladesh vs nepal live football
ফাইল ছবি

করোনা অতিমারীর কারণে স্থগিত থাকা ফুটবল ফিরছে মাঠে। নভেম্বরে নেপালের বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অংশ নিচ্ছে বাংলাদেশ দল। বিশ্বের নানা প্রান্তে খেলা শুরু হলেও গ্যালারিতে দর্শক ছিল না। যদিও ধাপে ধাপে বিভিন্ন স্থানে স্বল্প দর্শকের উপস্থিতি চোখে পড়েছে। ম্যাচ দুটি নিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) নিজেদের ভাবনা জানিয়েছে বুধবার।

আগের দিন লাল-সবুজদের ৩৬ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করা হয়েছে। এদিন দুপুরে বিস্তারিত জানাতে অনলাইনে ব্রিফ করেন ফেডারেশনের সহ-সভাপতি ও ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পৃথিবীর অন্য দেশগুলোতে দেখতে পাচ্ছি খুব বেশি দর্শক থাকে না। আমরা এখানে স্বল্প সংখ্যক দর্শক রাখতে পারি। আন্তঃমন্ত্রণালয় সভায় সিদ্ধান্ত হবে। সেটাই বাস্তবায়ন করবো। একেবারেই দর্শকশূন্য খেলা অন্যরকম লাগবে। আশা করছি অল্পকিছু দর্শক যেন রাখতে পারি।’

অনলাইন ব্রিফিংয়ে প্রধান কোচ জেমি ডে, বাফুফে সাধারণ সম্পাদক আবু নায়েম সোহাগসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এদিন জানানো হয়, আগামী রোববার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে বিস্তারিত জানানো হবে।

কাজী নাবিল বলেন, ‘আমাদের ওপর দায়িত্ব বেশি পড়ে গেছে, আমরা ক্যাম্প শুরু করতে যাচ্ছি, সেখানে যতদূর সম্ভব আসলে কেউই আমরা সবকিছু জানি না, অন্যদের সাহায্য নেয়া লাগবে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়সহ অন্যদের সঙ্গে আলোচনা করে পুরো বিষয় সম্পর্কে সিদ্ধান্ত নেয়া হবে।’

আগামী শুক্রবার প্যাসপ্যাসিফিক সোনার গাঁ হোটেলে শুরু হচ্ছে বাংলাদেশ দলের ক্যাম্প। চলতি মাসেই যোগ দিবেন দলের প্রধান কোচ জেমি ডে ও সহকারী কোচ স্টুয়ার্ট পল ওয়াটকিস। ইউরোপে অবস্থান করা অধিনায়ক জামাল ভূঁইয়া ও তরুণ তারিক কাজীও যোগ দিবেন।

মাঠে ফুটবল ফেরাতে ফিরছে বাফুফের সহ-সভাপতির কাছে এটাই বড় ব্যাপার।

ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান বলেন, ‘এই ঘোষণা দিতে পেরে আমি খুশি যে আমরা ম্যাচ খেলবো। আমাদের ক্যাম্প শুরু হচ্ছে ২৩ অক্টোবর থেকে। বিশ্বকাপ বাছাইপর্ব সামনে রেখে অনুশীলন শুরু করতে চেয়েছিলাম। কিন্তু তা হয়নি সেই সময়ে। আমরা এখন ফুটবলকে ফিরিয়ে আনতে চাই। প্রীতি ম্যাচ খেলতে যাচ্ছি। নেপাল ও শ্রীলঙ্কার সঙ্গে যোগাযোগ হয়েছিল। নেপাল এখন খেলতে রাজি হয়েছে। চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে।’

নেপালের বিপক্ষের ম্যাচ দুটি আগামী ১৩ ও ১৭ নভেম্বরে বসতে চলেছে। দুটি ম্যাচই বসবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে।

কাজী নাবিল জানিয়েছেন, বাংলাদেশের অনুশীলনের জন্য ভেন্যু হিসেবে- বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম ও কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়াম ব্যবহার করা হবে। নেপালও কমলাপুরে অনুশীলন করবে। এছাড়া শেখ জামাল ধানমন্ডি ক্লাবের মাঠও তাদের অনুশীলনের জন্য নির্ধারণ করা হয়েছে।

ওয়াই

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিসিবি ঘোষিত পুরস্কারের অর্থ বুঝে পেলেন সাবিনারা
পিন্টুর নামে গ্যালারির নামকরণ প্রসঙ্গে সরকারের সঙ্গে কথা বলবেন তাবিথ আউয়াল
শেষ মুহূর্তের নাটকীয়তায় মালদ্বীপকে হারাল বাংলাদেশ
ঘরের মাঠে মালদ্বীপের কাছে হারল বাংলাদেশ