ঢাকাশুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

বাটলারের অনুশীলনে যোগ দিলেন বিদ্রোহী নারী ফুটবলাররা 

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫ , ০২:৩৩ পিএম


loading/img
ছবি: বাফুফে

অবশেষে কোচ পিটার বাটলারের অধীনে অনুশীলনে ফিরলেন বিদ্রোহী নারী ফুটবলাররা। প্রায় আড়াই মাস লম্বা ছুটির পর থেকে পিটার বাটলারের অধীনেই অনুশীলন শুরু করলেন তারা। 

বিজ্ঞাপন

মঙ্গলবার (৮ এপ্রিল) আবাহনী মাঠে সকাল ছয়টায় শুরু হওয়া বাটলারের অনুশীলনে বিদ্রোহ করা ফুটবলাররা যোগ দেন। পিটার বাটলারকে বয়কট করেন ১৮ নারী ফুটবলার। অবশেষে আজ তার অধীনে ১৩ জন অনুশীলন করেছেন। 

অন্যদিকে, চার নারী ফুটবলার সাবিনা খাতুন, ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা ও মাতসুশিমা সুমাইয়া ভুটানে ক্লাব ফুটবল খেলার জন্য বর্তমানে দেশের বাইরে আছেন। এ ছাড়া তহুরা খাতুন ব্যক্তিগত কারণে আজ ক্যাম্পে অনুপস্থিত ছিলেন, তবে তার ক্যাম্পে যোগ দেওয়ার কথা রয়েছে।

বিজ্ঞাপন

আবাহনী মাঠে আজ ১ ঘণ্টা দশ মিনিটের মত অনুশীলন হয়েছে। আবাহনী মাঠে রুপনা চাকমা,শামসুন্নাহার জুনিয়র, শিউলি আজিম, মোসাম্মৎ সাগরিকা, সানজিদা আক্তার, নিলুফা ইয়াসমিন, মাসুরা পারভীন, মারিয়া মান্দা, শামসুন্নাহার সিনিয়র, কৃষ্ণা রানী সরকার, স্বর্ণা রানী মণ্ডল, সাথী বিশ্বাস, নাসরিন আক্তাররা আজ অনুশীলনে উপস্থিত ছিলেন।

এদিকে, এশিয়ান কাপ বাছাই জুনের শেষ সপ্তাহে। সেই বাছাইয়ের লক্ষ্যে গত পরশু থেকে ক্যাম্প শুরু হয়েছে। গতকাল শুধু জিম সেশন ছিল। এই  জিম সেশনে বিদ্রোহী ফুটবলাররা অংশ নেননি। দুপুরে আলোচনার পর আজ সকাল থেকে অনুশীলন শুরু করছেন তারা। অতীত ভুলে অনুশীলনে যোগ দিয়েছেন কোচ বাটলার, অতীত কতটা ভুলে চুড়ান্ত দলে কয়জন খেলোয়াড় রাখেন এখন সেটাই দেখার বিষয়।

আরটিভি/এসকে/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |