ঢাকারোববার, ২৩ মার্চ ২০২৫, ৯ চৈত্র ১৪৩১

বিজয়দের এখনই সুযোগ দেওয়া উচিত : মাশরাফী

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৮ এপ্রিল ২০২২ , ০৭:৪১ পিএম


loading/img
ছবি- বিসিবি

শেষ হলো ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগের (ডিপিএল) এবারের মৌসুম। ১৫ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে প্রথমবার শিরোপা জিতেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। ২২ পয়েন্ট নিয়ে রানার্স-আপ হয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ।

বিজ্ঞাপন

গোটা মৌসুমজুড়ে লড়াই হয়েছে হাড্ডাহাড্ডি। ব্যাটে-বলে সমান তালে লড়াই করেছে বোলার-ব্যাটাররা। ব্যাট হাতে দুর্দান্ত একটা মৌসুম কাটিয়েছেন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের ওপেনার এনামুল হক বিজয়।

লিজেন্ডস অব রূপগঞ্জের ব্যাটার নাঈম ইসলামের সঙ্গে লড়াই ছিল তার। তবে সুপার লিগের ম্যাচগুলোতে নাঈমকে ছাড়িয়ে যান বিজয়, করেন ডিপিএলের সর্বোচ্চ রান সংগ্রহের রেকর্ড।

বিজ্ঞাপন

মৌসুম শেষে বিজয়ের সংগ্রহ ৯৭.৪৭ স্ট্রাইক রেটে ৮০.১৫ গড়ে ৩টি শতক ও ৮টি অর্ধশতকে করেছেন ১ হাজার ৪২ রান। নাঈম ইসলাম করেছেন ৭৬.২৮ স্ট্রাইক রেটে ৬৬.০৭ গটড়ে ২টি শতক ও ৫টি অর্ধশতকে করেছেন ৮৫৯ রান।

ক্যারিয়ারের সেরা সময় কাটিয়েছেন ২৯ বছর বয়সী ডান হাতি ব্যাটার বিজয়। লিজেন্ডস অব রূপগঞ্জের অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা মনে করেন, বিজয়কে এখনই জাতীয় দলের আশেপাশে নিয়ে আসা উচিত। যাতে করে দলের অন্য কেউ খেলতে না পারলে সুযোগ দেয়া যায়। 

‘দেখেন আপনি একটা লিগ থেকে কিন্তু ১০-১২ জনকে আনতে পারেন। কিন্তু জাতীয় দলের জন্য টার্গেট করেন সেক্ষেত্রে একজন বা দুইজনকে করতে পারেন। যদি বলি আমি সেটা বিজয়। ওর কথা আমি আগেও বলেছি, এখনও বলছি সে আউটস্ট্যান্ডিং ব্যাটিং করেছে। এবং সে ডোমিনেট করে ব্যাটিং করেছে। বিজয়কে মনে করি, এখনই কন্সিডার করার সময়। দেখেন একজন ব্যাটার যদি এগারোশ রান করে সুযোগ না পায় তাহলে তার আর প্রমাণ করার জায়গা থাকে না। সুযোগ পাওয়া উচিত।’

বিজ্ঞাপন

মাশরাফী মনে করছেন বিজয় কিংবা সোহানদের এখনই সময় জাতীয় দলকে নিজেদের সেরাটা দেয়ার।

‘বয়সের একটা সময়ে এসে এখন বিজয়রা যে পর্যায়ে আছে, যেমন সোহান, বিজয়। এরা যে বয়সে আছে, দেখেন ২৮-৩০ বা ৩২ বয়সের একটা সময় থাকে। ওরা কিন্তু ওই বয়সে রয়েছে। সিনিয়র প্লেয়ারদের কথা চিন্তা না করে এদের যদি কোনও না কোনো ম্যাচে সুযোগ দেয়া যায় আমার মনে হয় এরা কিন্তু ভালো করবে। কারণ যেটা বললাম, একয়াট বয়সের পর এই স্পিডটা ওদের থাকবে না।’

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |