ঢাকারোববার, ২৩ মার্চ ২০২৫, ৯ চৈত্র ১৪৩১

বুধবার মিরপুরে পর্দা ‍উঠছে নারী ডিপিএলের

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫ , ০৬:৪২ পিএম


loading/img
ছবি- বিসিবি

ওয়েস্ট ইন্ডিজ সফরের পর আর মাঠে দেখা যায়নি নারী ক্রিকেটারদের। তবে শেষ হচ্ছে অপেক্ষার প্রহর। রাত পোহালে মাঠে গড়াচ্ছে নারীদের ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। এর আগে মিরপুরে ট্রফি উন্মোচন অনুষ্ঠানে যোগ দেন দলগুলোর অধিনায়করা।
 
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে মিরপুরের হোম ক্রিকেটে হাজির হন ডিপিএলের ৮ দলের অধিনায়করা। এ সময় ফটোসেশন ও ট্রফি উন্মোচন অংশ নেন তারা।

বিজ্ঞাপন

এদিন গণমাধ্যমের মুখোমুখি হয়ে জ্যোতি বলেন, অনেক সময় মেয়ে ক্রিকেটারদের প্রতি অবিচার হয়। কারণ, আমরা সবসময় এমন ক্রিকেটের মধ্যে থাকতে পারি না। আমি আমার ক্যারিয়ারে ২০১১ সালের পর এই প্রথম লিগ ম্যাচ খেলছি মিরপুরে। আবার ঘরোয়া লিগে না খেললে মানে পরিমাণ যদি বেশি না হয় তাহলে ক্রিকেটাররা নিজেদের চ্যালেঞ্জে ফেলতে পারে না জাতীয় দলের প্রতিযোগিতায় আসতে।

আরও পড়ুন

তিনি বলেন, এই টুর্নামেন্টটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ কারণ সামনেই বিশ্বকাপ বাছাইপর্ব। আমরা চার দিনের একটা ক্যাম্প করেছিলাম সেখানে সবাইকে বলা হয়েছে যেন এই আসরটা বাছাইপর্বে চোখ রেখেই আমরা তৈরি হই।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আগামীকাল সকাল ৯টায় উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান ও নতুন দল মিরপুর বয়েজ ক্রিকেট ক্লাব মুখোমুখি হবে। মিরপুর বয়েজের নেতৃত্বে রয়েছেন নিগার সুলতানা জ্যোতি। আর মোহামেডানের অধিনায়ক অভিজ্ঞ সালমা খাতুন।

বিজ্ঞাপন

আরটিভি/এসআর/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |