• ঢাকা বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১
logo

মাশরাফী শুধু মিথ্যে কথা বলেন, দাবি ছোট ভাইয়ের

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২০ জানুয়ারি ২০২৪, ০৯:৫১
মাশরাফী বিন মোর্ত্তজা
ছবি- সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উদ্বোধনী ম্যাচে দেখা মিলেছে বিপুল দর্শক সমাগম। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং দুর্দান্ত ঢাকার লড়াই দিয়ে পর্দা উঠেছে বিপিএলের দশম আসরের।

এদিন ইস্টার্ন গ্যালারির প্রায় পুরোটা জুড়েই ছিলেন কুমিল্লার সমর্থকরা। তবে দিনের আরেক ম্যাচে গত আসরের রানার্স-আপ সিলেট স্ট্রাইকার্সের মুখোমুখি লড়াইয়ে তুলনামূলক কম সমর্থকের দেখা মিলেছে। যেখানে মাশরাফী বিন মোর্ত্তজার দলকে হারিয়ে আসর শুরু করেছে চট্টগ্রাম। মূলত শীতের প্রকোপে ম্যাচ শেষ হওয়ার আগেই মাঠ ছাড়েন তারা। তবে যারা ছিলেন, তারা ম্যাশের অপেক্ষায় ছিলেন; এটা বলাই যায়।

ম্যাচের শুরুর দিকে গ্যালারির আওয়াজ খানিকটা কম থাকলেও বোলিংয়ে নড়াইল এক্সপ্রেস আসার সঙ্গে সঙ্গেই গলা ফাটান ভক্ত-সমর্থকরা। প্রায় ২৫০ দিন ক্রিকেট থেকে দূরে থাকলেও ম্যাশের জনপ্রিয়তায় একবিন্দুও ভাটা পড়েনি। সেটাই প্রমাণ দিলেন প্রায় হাজারখানেক সমর্থক। আর আক্রমণে এসে নিজের প্রথম বলেই উইকেট তুলে নেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।

এদিন বোলিং করতে তাকে খুব বেশি রান-আপ নিতে দেখা যায়নি। এমনকি স্পিনারের মতোই বল করেছেন তিনি। তবে ঠিকই দাপট দেখিয়ে উইকেট নিয়েছেন সাবেক এই দলপতি।

মাশরাফী উইকেট নিতেই (রাত ১০টা ২১ মিনিট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন তার ছোট ভাই মোরসালিন বিন মোর্ত্তজা। সেখানে বড় ভাইয়ের প্রতি খানিকটা অভিযোগও করেছেন তিনি।

মোরসালিনের ভাষ্য, পায়ে ব্যথায় দাঁড়াইতে কষ্ট হচ্ছিল, আমাকে বলেছিল বিপিএল (BPL) এর সময় অস্ট্রেলিয়া (Australia) যাবে। অপারেশন করাতে। আর করতেছেটা কি। খালি মিথ্যা কথা কয়।

এর আগে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়েও ঠিকমতো হাঁটতে পারছিলেন না মাশরাফী। সে সময়ে দেশের বেসরকারি এক টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে নির্বাচনের পর হাঁটুর অপারেশন করানোর বিষয়ে জানিয়েছিলেন তিনি।

উল্লেখ্য, শুক্রবার (১৯ জানুয়ারি) টস জিতে সিলেট স্ট্রাইকার্সকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ব্যাটিংয়ে নেমে চট্টগ্রামকে ১৭৮ রানের লক্ষ্য দেয় মাশরাফীর দল। জবাবে ৯ বল ও ৭ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় চট্টগ্রাম।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সুপার ওভারের রোমাঞ্চে ইংল্যান্ডকে হারাল বাংলাদেশের মেয়েরা
উইজডেনের বর্ষসেরা ওয়ানডে একাদশে তাসকিন
বিশ্বকাপের মঞ্চে আম্পায়ারিং করবেন জেসি
তৃতীয় ওয়ানডে জিতে সম্মান বাঁচাল শ্রীলঙ্কা