ঢাকামঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১

‘নড়াইলের উন্নয়নের জন্য শতভাগ চেষ্টা করব’

নড়াইল প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ০৮ জানুয়ারি ২০২৪ , ০৩:০২ পিএম


loading/img
ছবি- সংগৃহীত

ভোটারদের ধন্যবাদ জানিয়ে নড়াইল-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা বলেছেন, আওয়ামী লীগের জেলা ও উপজেলার এবং তৃণমূলের নেতাকর্মীদের অসংখ্য ধন্যবাদ। এক মাস ধরে তারা কঠোর পরিশ্রম করেছেন। লোহাগড়াবাসী সবসময় নৌকা প্রতীককে বিজয়ী করেছেন। এবার নড়াইল সদরের ভোটাররা লোহাগড়ার মতো ভোট দিয়েছেন। চেষ্টা করব নড়াইলের উন্নয়নের জন্য।

বিজ্ঞাপন

সোমবার (৮ জানুয়ারি) সকালে বিভিন্ন পেশাজীবী-সাধারণ মানুষের সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন তিনি।

 

ম্যাশ বলেন, যে সব প্রকল্প পাস হয়ে আছে, তা বাস্তবায়ন করার জন্য সবার সহযোগিতাসহ নড়াইলবাসীর সেবা করা সুযোগ চাই।

সাবেক এই অধিনায়ক বলেন, এ বিষয়টি (মন্ত্রী) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত। আর সংসদ সদস্য হিসেবে আমার চাওয়া নড়াইলে মানুষ যেন সুখে-শান্তিতে থাকতে পারে। নড়াইলবাসীকে ধন্যবাদ। 

বিজ্ঞাপন

 

উল্লেখ্য, নড়াইল-২ (লোহাগড়া উপজেলা ও সদরের একাংশ) আসনে এক লাখ ৮৫ হাজার ৬১ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন মাশরাফী।

এই নির্বাচনে নৌকা প্রতীকে জাতীয় ক্রিকেট দলের সাবেক এই অধিনায়ক পেয়েছেন ১ লাখ ৮৯ হাজার ১০২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির শেখ হাফিজুর রহমান হাতুড়ি প্রতীকে ৪ হাজার ৪১ ভোট পেয়েছেন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |