ঢাকা

সন্তুষ্ট মাশরাফী, ফিট থাকলে আরও ভালো করতেন

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৮ এপ্রিল ২০২২ , ০৮:০৭ পিএম


loading/img

‘আমার জীবনে তিনটা পার্ট। পরিবার, ক্রিকেট আর রাজনীতি। যখন মাঠে নামি তখন বাকি দুটোর কথা ভুলে যাই। এই একইভাবে আমাকে তিনটা পার্ট সামলে নিতে হয়।’ কথাগুলো মাশরাফী বিন মোর্ত্তজা বলেছিলেন বছরখানিক আগে।

বিজ্ঞাপন

মাশরাফী পারেন, তিনি তিনটা পার্টকেই সমান গুরুত্ব দিয়ে সামলে নেন ঠিকঠাক। সংসার সামলাচ্ছেন, সময় দিচ্ছেন বাচ্চাদের। নড়াইলের রিকশাচালক কিংবা ট্রাফিক পুলিশ, তাদের ইফতারের খোঁজ নিয়েছেন। পাঠিয়েছেন ইফতার। সব সামলে আবার মাঠে নেমেছেন, আগুন ঝরিয়েছেন কলার উঁচিয়ে বল হাতে।

চলতি ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিলে) আগে কোমরের ব্যথায় ঠিকঠাক হাটতে পারছিলেন না তিনি। চেন্নাইতে উন্নত চিকিৎসা নিতে গেলেও অস্ত্রোপচারের কথা শুনে না করে দেন খেলতে পারবেন না বলে।

বিজ্ঞাপন

শুরুর দিকে একটা ম্যাচ খেলতে না পারলেও বাকি ১৪ ম্যাচ খেলেছেন। ২৯.৭৫ বোলিং গড় আর ৫.৪৫ ইকনোমিতে বোলিং করে নিয়েছেন ২০টি উইকেট। সর্বোচ্চ উইকেট সংগ্রাহকের তালিকায় পেসারদের মধ্যে চতুর্থ, দেশি পেসারদের মধ্যে রয়েছেন তৃতীয়তে। উইকেট সংগ্রাহকের তালিকায় রয়েছেন আট নম্বরে। সর্বোচ্চ উইকেট সংগ্রাহকের তালিকায় থেকে কতটা সন্তুষ্ট মাশরাফী? 

মৌসুমের শেষ ম্যাচ খেলে মাশরাফী নিজের পারফর্ম নিয়ে বলেছেন, ‘খেলোয়াড় হিসেবে তো পারফর্ম করলে ভালো লাগে, অন্যরকম ভালো লাগছে। হয়তো আরেকটু ভালো করতে পারতাম, যদি ফিট থাকতাম। তবু ঠিক আছে, আলহামদুলিল্লাহ।’

নিজের সেরা মুহূর্তের কথা বলতে গিয়ে জানান, ‘ওরকমভাবে তো খেয়াল করিনি। তবে আবাহনীর সঙ্গে ম্যাচটায় ভালো বোলিং করেছি। ওইটাই টার্নিং পয়েন্ট ছিল। মাঝে যখন জুটি হচ্ছিল, তখন ৩ উইকেট পেলাম... ম্যাচটা জিতলাম, ওইটা আমার বেশি ভালো লেগেছে।’

বিজ্ঞাপন

দলকে নেতৃত্ব দিয়েছেন। তার নেতৃত্বে লিজেন্ডস অব রূপগঞ্জ লড়াই করেছে শিরোপার জন্য। তবে শেষ পর্যন্ত রানার্স-আপ হয়ে শেষ করেছে মৌসুম। চ্যাম্পিয়ন হতে না পারলেও সতীর্থদের পারফরম্যান্সে খুশি অধিনায়ক।

‘আমার কাছে মূল চ্যালেঞ্জ ছিল টিমটা নিয়ে। আমরা মডারেট একটা দল ছিলাম। সেখান থেকে লিগের চ্যাম্পিয়নশিপে শেষ ম্যাচের আগে আমরা ছিটকে গিয়েছি। যেটা সবসময় বলি, চ্যাম্পিয়ন হতে শুধু ভালো খেললে হয় না, একটু ভাগ্যও দরকার হয়। সেই ভাগ্যটা আমাদের হয়তো ছিল না। তবু আলহামদুলিল্লাহ, রানার্স-আপ হয়েছি।’

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |