পাকিস্তানের প্রধানমন্ত্রী থাকাকালে ইমরান খান পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান হিসেবে রমিজ রাজাকে দায়িত্ব দিয়েছিলেন। সরকার প্রধানের দায়িত্ব থেকে ইমরানকে সরিয়ে দেওয়ার পরও পিসিবি প্রধানের দায়িত্বে অটল ছিলেন রমিজ।
কিন্তু সম্প্রতি তাকেও ছাঁটাই করে দায়িত্ব দেওয়া হয় নাজাম শেঠির হাতে। দায়িত্ব নিয়েই দেশটির সাবেক দুই তারকা ক্রিকেটারের সমালোচনা শুরু করেছেন পিসিবিতে সদ্য নিযুক্ত এই প্রধান।
নাজাম শেঠি অভিযোগে করে বলেন, দায়িত্ব পালনকালে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে তছনছ করে দিয়েছেন রমিজ রাজা। আর এর সব দায় নিয়োগদাতা সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের। এখন সব ঠিক করতে তিনি নাকি রাতে ঘুমাতেও পারেন না।
আরও পড়ুন : শেষ মুহূর্তে বিপিএলে দল পেলেন দুই পাকিস্তানি ব্যাটার
সম্প্রতি পিসিবির অফিশিয়াল ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছেন দেশটির বোর্ডের সদ্য নিযুক্ত চেয়ারম্যান নাজাম শেঠি। সেখানেই সাবেক এই দুই ক্রিকেটারকে তুলাধুনা করে ছেড়েছেন তিনি। শেঠি অভিযোগ করেন, পাকিস্তান ক্রিকেটকে শেষ করে দিয়েছেন ইমরান, রমিজরা।
তিনি বলেছেন, ‘ওরা কী করেছে সেটা আমাদের সামনেই আছে। সব তছনছ করে দিয়েছে। পাকিস্তান ক্রিকেটের বিশাল ক্ষতি করে দিয়েছে। এখন আবার সব ভাল করতে হবে। শূন্য থেকে শুরু করতে হবে। সেটাই বড় চ্যালেঞ্জ। কিভাবে সব ঠিক করব সেটা ভেবে রাতে ঘুমোতেও পারছি না।’
এর আগে দুইবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান হয়েছিলেন নাজাম শেঠি। কিন্তু ইমরান খান দেশটির ক্ষমতায় এলে পদত্যাগ করেন তিনি। মূলত দুইজনের মধ্যে মতের অমিল হওয়াতেই সরে দাঁড়িয়েছিলেন নাজাম।
আরও পড়ুন : করাচি টেস্টে নতুন বিতর্কে জড়াল পাকিস্তান
৭৪ বছর বয়সী পিসিবির বর্তমান চেয়ারম্যান বলেন, ‘আমি দায়িত্ব নিয়ে প্রথমেই পাকিস্তান সুপার লিগের আয়োজন সাফল্যের সঙ্গে করেছি। কিন্তু ইমরান ক্ষমতায় আসার পরে মতের মিল হচ্ছিল না বলে সরে গিয়েছিলাম। কারণ আমি জানতাম, ও নিজের লোকদের ক্ষমতায় আনবে।’