ঢাকাবৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের এক হাত নিলেন বাবরের বাবা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ    

শুক্রবার, ০৭ মার্চ ২০২৫ , ০২:২১ পিএম


loading/img
ছবি: ইনস্টাগ্রাম

গ্রুপ পর্ব থেকেই বাদ পড়েছে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক পাকিস্তান। যার অন্যতম কারণ দলের ব্যাটিং ব্যর্থতা। আর এর দায় উঠেছে বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের কাঁধে। তাই আসন্ন নিউজিল্যান্ড সফরের টি-টোয়েন্টি সিরিজ থেকে বাদ পড়েছেন তারা। তবে ছেলের বাদ পড়া সহজভাবে নিতে পারেননি বাবর আজমের বাবা আজম সিদ্দিক। তাই বাবর আজমের সমালোচনা করা সাবেক ক্রিকেটারদের এক হাত নিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৬ মার্চ) নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে সমালোচকদের কড়া জবাব দিয়েছেন তিনি। 

বাবরের বাবা পোস্টে লিখেছেন, দ্য বস ইজ অলওয়েজ রাইট। আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি দলের সদস্য হওয়ার পর ওকে দল থেকে বাদ দেওয়া হয়েছে। ও ন্যাশনাল টি-টোয়েন্টি এবং পিএসএলে পারফর্ম করে দলে ফিরে আসবে ঠিক। যারা ওকে নিয়ে কথা বলছে, সবাই শ্রদ্ধেয় ক্রিকেটার। 

বিজ্ঞাপন

‘তাদের ভাষা চয়ন নিয়ে সতর্ক থাকা উচিত। যদি কেউ পাল্টা উত্তর দেয়, তখন নিতে পারবেন তো! আপনারা সাবেক হয়ে গিয়েছেন, জাতীয় দলের জন্য দরজা চিরকালের মতো বন্ধ হয়ে গিয়েছে।’

পাকিস্তানের সমর্থকদের আহ্বান জানিয়েছেন বাবরের রেকর্ড দেখার জন্য। তিনি বলেন, যারা ক্রিকেট ভালোবাসেন, আমি তাদের অনুরোধ করছি, সারা দিন অনেক কথা বলে যারা সমস্যা তৈরি করে, তাদের কথা শোনার আগে একবার পিসিবির ওয়েবসাইটে তাদের পারফরম্যান্স দেখে নিন।

বাবর আজম গত বছর আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি দলে ছিলেন। ২৪ ম্যাচে ১৩৩.২১ স্ট্রাইক রেটে ৭৩৮ রান করে তিনি পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন। এত ভালো পারফরম্যান্সের পরও তাকে দলে রাখা হয়নি। নির্বাচকেরা মনে করছেন, পাকিস্তানের টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন দিগন্ত উন্মোচনের পথে বাবর বাধা হয়ে দাঁড়াতে পারেন। তাই তাকে দল থেকে বাদ দেয়া হয়েছে।

বিজ্ঞাপন

 

আরটিভি/এসআর/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |