ইমরান খানের ‘৮০৪’ লেখা ক্যাপ পরায় কঠিন শাস্তি পেলেন জামাল

রোববার, ১৬ মার্চ ২০২৫ , ০১:৪৬ পিএম


আমের জামাল
ছবি: সংগৃহীত

২০২২ সালে অনাস্থা প্রস্তাবের মাধ্যমে ক্ষমতাচ্যুত হন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। পরের বছর দুর্নীতি ও সহিংসতা উসকে দেওয়ার অভিযোগে হন গ্রেপ্তার তিনি। এরপর থেকে কারাবন্দি অবস্থায় রয়েছেন। ইমরান খানের কয়েদি নম্বর ৮০৪। তাই তার সমর্থকেরা বিভিন্ন জায়গায় ‘কয়েদি নম্বর ৮০৪’ ব্যবহার করে থাকেন।

বিজ্ঞাপন

এবার ইমরান খান সম্পর্কিত ‘৮০৪’ লেখা ক্যাপ পরে মাঠে নামায় শাস্তি পেয়েছেন বেশ কয়েকজন পাকিস্তানি ক্রিকেটার। যে তালিকায় সবার প্রথমে রয়েছেন আমের জামাল। আর এই আচরণবিধি লঙ্ঘনের কারণে প্রায় ১৩ লাখ রুপি জরিমানাও করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

এ ছাড়া আরও ৭ জনকে এমন জরিমানা করা হয়েছে। দেশটির জনপ্রিয় গণমাধ্যম জিও নিউজের প্রতিবেদন থেকে উঠে এসেছে এসব তথ্য। 

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়, রাজনৈতিক স্লোগান লেখা হ্যাট পরায় জামালকে জরিমানা করা হয়েছে। জামাল গত বছরের অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের হোম সিরিজের প্রথম টেস্টে একটি সাক্ষাৎকারের সময় রাজনৈতিক স্লোগান ‘৮০৪’ লেখা ওই ক্যাপটি পরেছিলেন। যাকে বোর্ডের ‘নিরপেক্ষতা নীতি’র লঙ্ঘন হিসেবে চিত্রায়িত করেছে পিসিবি।

পাকিস্তানের সাবেক বিশ্বকাপজয়ী অধিনায়ক ও প্রধানমন্ত্রী ইমরান খানকে কেন্দ্র করে ‘৮০৪’ লেখা ক্যাপটি আলোচিত। বর্তমানে বিভিন্ন মামলায় কারাগারে থাকা ইমরানের কয়েদি নম্বর ৮০৪।

২০২৩ সালের মে মাস থেকে ইমরান কারাগারে আছেন। এ বছরের জানুয়ারিতে একটি দুর্নীতি মামলায় তার ১৪ বছরের সাজা হয়েছে। তার সমর্থকেরা বিভিন্ন জায়গায় ‘কয়েদি নম্বর ৮০৪’ ব্যবহার করে থাকেন।
 
আমির ছাড়াও বছরের শেষ দিকে দক্ষিণ আফ্রিকা সফরের সময় অনিয়মের দায়ে জরিমানা হয়েছে সালমান আলী আগা, সাইম আইয়ুব, আবদুল্লাহ শফিক ও আব্বাস আফ্রিদিকে।  

বিজ্ঞাপন

আরটিভি/এসআর/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission