দীর্ঘ ২৯ বছর পর পাকিস্তানে পর্দা উঠেছে আইসিসির কোনো টুর্নামেন্টের। তাই কোনো বিতর্ক ছাড়াই টুর্নামেন্ট শেষ করার চ্যালেঞ্জ ছিল পিসিবি ওপর। তাই নিরাপত্তা ব্যবস্থা কঠোর করেছে দেশটির সরকার। তারপরও বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচে নিরাপত্তাকর্মীদের ফাঁকি দিয়ে মাঠে ঢুকে পড়ে একজন দর্শক।
এ সময় তার হাতে ছিলেন পাকিস্তানের রাজনৈতিক দল তেহরিক-ই-লাব্বাইক-এর প্রধান হাফিজ সাদ হুসেইন রিজভির ছবি সম্বলিত প্লাকার্ড। তিনি নিউজিল্যান্ডের ব্যাটার রাচিন রবীন্দ্রকে জড়িয়ে ধরার চেষ্টা করেন। এই ঘটনায় সমালোচনার মুখে পড়েছে পিসিবি।
মাঠে দর্শক ঢুকে পড়ার বিষয়টি পিসিবি গুরুত্বের সঙ্গে নিয়েছে। খেলোয়াড় ও ম্যাচ অফিসিয়ালদের নিরাপত্তা পিসিবির প্রধান দায়িত্ব। যে কারণে স্থানীয় নিরাপত্তা বাহিনীর সঙ্গে নিরাপত্তা জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে পিসিবি।
বিবৃতিতে পিসিবি জানিয়েছে, এমন ঘটনার পুনরাবৃত্তি আর হবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ বিষয়ে আরও সতর্ক অবস্থানে থাকবে।
পিসিবি আরও জানিয়েছে, মাঠে ঢুকে পড়া দর্শককে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে আইনের আওতায় আনা হয়েছে। আর যাতে এমন ঘটনা না ঘটে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রতি ম্যাচে মাঠে দর্শক আসার খবর স্বস্তি বলে জানিয়েছে পিসিবি।
আরটিভি/এসআর