ঢাকাসোমবার, ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২

২০২৪ কোপা আমেরিকার আয়োজক জো বাইডেনের দেশ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ২৯ জানুয়ারি ২০২৩ , ০৪:৩৭ পিএম


loading/img

আগামী ২০২৪ সালে মাঠে গড়াবে লাতিন আমেরিকা মহাদেশের ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াই কোপা আমেরিকার নতুন আসর। এবার লাতিন ফুটবলের এই টুর্নামেন্ট আয়োজিত হবে প্রেসিডেন্ট জো বাইডেনের দেশ মার্কিন যুক্তরাষ্ট্রে।

বিজ্ঞাপন

কোপা আমেরিকার সাধারণত দক্ষিণ আমেরিকার ১০টি দেশ অংশগ্রহণ করে থাকে। এবার কনকাকাফ জোন থেকেও খেলবে ছয়টি দেশ। উত্তর, মধ্য আমেরিকার পাশাপাশি ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের ছটি দেশকে খেলার জন্য আমন্ত্রণ জানানো হবে।

আরও পড়ুন : আর্জেন্টিনার ব্যর্থতার দায় কাঁধে নিয়ে কোচ ম্যাশ্চেরানোর পদত্যাগ

বিজ্ঞাপন

এক যৌথ বিবৃতিতে কনকাকাফ এবং কমবোল ফেডারেশন যুক্তরাষ্ট্রের মাঠে ২০২৪ কোপা আমেরিকার লড়াই অনুষ্ঠিত হওয়ার কথা জানিয়েছেন। দুই মহাদেশের ফেডারেশনের মধ্যে নতুন পরিকল্পনা ভিত্তিক পার্টনারশিপের অংশ এই প্রতিযোগিতা।

এবার ব্রাজিল, আর্জেন্টিনা, উরুগুয়ের পাশাপাশি কোপা আমেরিকায় খেলতে দেখা যাবে কনকাকাফ জোনের অন্তর্ভুক্ত দেশের ফুটবল। ফলে বিশ্বকাপ ও কোপা আমেরিকার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লিওনেল মেসির আর্জেন্টিনার সঙ্গে লাতিন ফুটবলের লড়াইয়ে সাক্ষী হয়ে থাকবে উত্তর আমেরিকার ফুটবলপ্রেমীরাও।

আরও পড়ুন: গার্ডিয়ানের বর্ষসেরা ফুটবলার মেসি, ধারেকাছেও নেই রোনালদো

বিজ্ঞাপন

সেই ১৯৯৪ সালে ফিফা ফুটবল বিশ্বকাপের আসর বসেছিল যুক্তরাষ্ট্রের মাঠে৷ সেবার কার্লোস দুঙ্গার নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছিল ফুটবল সম্রাট পেলের দেশ ব্রাজিল। এর ঠিক ৩০ বছর পর পশ্চিমা দেশটিতে ফের একবার বড় মাপের প্রতিযোগিতার আসর বসতে যাচ্ছে।

বিজ্ঞাপন

২০২৬ সালে বিশ্বকাপের ২৩তম আসরের যৌথ আয়োজক যুক্তরাষ্ট্র। তাই বিশ্বকাপের আগে নিজেদের রিহার্সেলটা সেরে নিতে চায় বিশ্ব পরাশক্তির এই দেশটি। এ ছাড়া ক্লাব ফুটবলও আয়োজন করতে হতে চায় দেশটি।

আরও পড়ুন: কোপার ব্যর্থতায় বিশ্বকাপ থেকেও বাদ আর্জেন্টিনা

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |