মাশরাফীর সিলেট স্ট্রাইকার্সে যোগ দিলেন আরও দুই বিদেশি
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) কখনও শিরোপা জেতেনি সিলেট স্ট্রাইকার্স। তবে বিপিএলের নবম আসরে সিলেটের নেতৃত্ব ভার দেশসেরা কাপ্তান মাশরাফী বিন মোর্ত্তজার হাতে তুলে দেওয়ার পরই বদলে গেছে ফ্রাঞ্চাইজিটির চেহারা। এবারের আসরে প্রথম দল হিসেবে সবার আগে প্লে অফ নিশ্চিত করেছে সিলেট স্ট্রাইকার্স।
বোঝাই যাচ্ছে এবার শিরোপা জিততে যেন মরিয়া হয়ে আছে সিলেট। তাই চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে দলের শক্তি বাড়াচ্ছে মাশরাফীরা। তাই পাকিস্তানের পেসার মোহাম্মদ ইরফান এবং আফগান অলরাউন্ডার গুলবাদিন নাইবকে যুক্ত করেছে সিলেট ফ্রাঞ্চাইজি।
বুধবার (১ ফেব্রুয়ারি) সিলেট স্ট্রাইকার্স ফ্রাঞ্চাইজি তাদের অফিশিয়াল ফেসবুক পেজে মোহাম্মদ ইরফান এবং গুলবাদিন নাইবকে দলের সঙ্গে যুক্ত হওয়ার কথাটি নিশ্চিত করেছে।
যেখানে ক্যাপশনে তারা লিখেছে, পাকিস্তানি পেসার মোহাম্মদ ইরফান এবং আফগান অলরাউন্ডার গুলবাদিন নাইব যোগ দিয়েছেন স্ট্রাইকার্স শিবিরে। তাদের উপস্থিতি আরও শক্তিশালী করে তুলবে দলকে।
এবার বিপিএলের প্লেয়ার্স ড্রাফটে ছিলেন গুলবাদিন নাইব। অন্যদিকে মোহাম্মদ ইরফানকে সরাসরি চুক্তিতে টুর্নামেন্টের মাঝপথে নিয়ে এসেছে সিলেট।
উল্লেখ্য, এবার উড়ন্তু ফর্মে রয়েছে সিলেট স্ট্রাইকার্স। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে এখন পর্যন্ত ১০ ম্যাচ খেলে ৮টিতেই জিতেছে সিলেট। ফলে ৯ ম্যাচে ৬ জয় তোলা ফরচুন বরিশালের চেয়ে ৪ পয়েন্টে এগিয়ে শীর্ষে অবস্থান করছে মুশফিক-রুবেল হোসেনরা।
মন্তব্য করুন