ঢাকাশনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

বিশ্বকাপে প্রথম ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশের মেয়েরা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ১২ ফেব্রুয়ারি ২০২৩ , ১০:৪৩ পিএম


loading/img

দক্ষিণ আফ্রিকার মাটিতে অনুষ্ঠিত হচ্ছে এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্টের অষ্টম আসরে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। জয়ের লক্ষ্যে মাঠে নামার আগে টস জিতেছেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তিনি প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন। 

বিজ্ঞাপন

রোববার (১২ ফেব্রুয়ারি) কেপটাউনের নিউল্যান্ডসে বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হবে ম্যাচটি।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের পরিসংখ্যান খুব একটা ভালো নয়। সালমা খাতুনরা এর আগে চারবার বিশ্বকাপে অংশগ্রহণ করেও প্রথম রাউন্ডের ধাপ পার হতে পারেনি। ২০১৪ সালে ঘরের মাঠের টি-টোয়েন্টি বিশ্বকাপে দুটি ম্যাচে জেতা ছাড়া নেই তেমন কোনো সুখস্মৃতি। তবে এবার সেই খরা কাটিয়ে সেমিফাইনালে খেলার স্বপ্ন বাঘিনীদের।

বিজ্ঞাপন

এদিকে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে ৩ রানে হারিয়ে শ্বাসরুদ্ধকর জয় তুলে নিয়েছে শ্রীলঙ্কার মেয়েরা। এতে লঙ্কানরাও বেশ ফুরফুরে মেজাজে আছে। জয় তুলে নিয়ে সেমিফাইনালের পথে একধাপ এগিয়ে যেতে চায় চামারি আতাপাত্তুরা। 

বাংলাদেশ একাদশ : শামিমা সুলতানা, মুর্শিদা খাতুন, সোবহানা মুশতারি, নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), স্বর্ণা আক্তার, নাহিদা আক্তার, রিতু মনি, মারুফা আক্তার, সালমা খাতুন, জাহানারা আলম ও লতা মণ্ডল।

শ্রীলঙ্কা একাদশ : চামারি আতাপাত্তু (অধিনায়ক), হর্ষিতা মাদাভি, ভিশমি গুনারত্নে, আনুশকা সঞ্জীওয়ানি (উইকেটরক্ষক), নীলাক্ষী ডি সিলভা, কাবিশা দিলহারি, আমা কাঞ্চনা, ওশাদি রানাসিংহে, সুগান্দিকা কুমারী, ইনোকা রানাবীরা ও অচিনি কুলসুরিয়া।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |