ঢাকারোববার, ২৩ মার্চ ২০২৫, ৯ চৈত্র ১৪৩১

সিরিজ বাঁচানোর ম্যাচে যেমন হতে পারে টাইগারদের একাদশ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ০৩ মার্চ ২০২৩ , ০৯:৪০ এএম


loading/img
ছবি : সংগৃহীত

ঘরের মাঠে দ্বিপাক্ষিক সিরিজের প্রথম ওয়ানডেতে ইংল্যান্ডের বিপক্ষে স্বল্প পুঁজিতেই গুটিয়ে যায় টাইগাররা। এ ম্যাচে ফর্মে থাকা নাজমুল হোসেন শান্ত ও অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদ ছাড়া আর কেউই তেমন একটা রান করতে পারেননি। তবে বোলারদের দায়িত্বশীল বোলিংয়ে জয়ের স্বপ্ন দেখেছিল বাংলাদেশ দল। কিন্তু ডেভিড মালানের দানবীয় ভূমিকায় বাংলাদেশের জয়ের স্বপ্ন ধূলিসাৎ হয়ে যায়। আর তাই সিরিজ বাঁচানোর ম্যাচে কেমন হচ্ছে টাইগারদের একাদশ, সেই আগ্রহ ক্রিকেটপ্রেমীদের। 

বিজ্ঞাপন

এদিকে দ্বিতীয় ওয়ানডেতে নামার আগে ১৫তম সদস্য হিসেবে স্কোয়াডে ডাক পেয়েছেন শামীম হোসেন পাটোয়ারী। এর আগে টি-টোয়েন্টি সিরিজে থাকলেও এবারই প্রথম ওয়ানডে দলে ডাক পেয়েছেন এই তরুণ ক্রিকেটার। কিন্তু তাকে হঠাৎ করে দলে ডাকার কারণ এখনও খোলাসা করা হয়নি। তাহলে কি আজকের ম্যাচে একাদশে কোনো পরিবর্তন আসছে, তা নিয়েও প্রশ্ন জেগেছে।

অন্যদিকে বৃহস্পতিবার দুই দলের কেউই আনুষ্ঠানিক অনুশীলনে আসেননি। টিম হোটেলেই সময় কাটিয়েছেন তারা। তবে মিরপুরের উইকেটে ঘাম ঝরিয়েছেন মুশফিকুর রহিম। গুঞ্জন উঠেছে, শেষ বেলায় নাকি বেশ ব্যথাও পেয়েছেন তিনি, যা টাইগারদের প্রধান কোচ হাথুরুসিংহের চিন্তার কারণ হতেই পারে।

বিজ্ঞাপন

দ্বিতীয় ওয়ানডেতে কোনো ধরনের দ্বিধা ছাড়াই একাদশে জায়গা পাচ্ছেন নিয়মিত পারফর্মার আফিফ হোসেন ও সাকিব আল হাসান।

টাইগারদের ওয়ানডে অধিনায়ক ও নিয়মিত ওপেনার তামিমের সঙ্গে টপ-অর্ডারে প্রথম ওয়ানডেতে ওপেন করা লিটনই থাকছেন। আর তিন নম্বরে নাজমুল হোসেন শান্ত। অভিজ্ঞ দুই পাণ্ডব মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদের মধ্যে মুশফিকুরের খেলার সম্ভাবনা কম। কারণ, বৃহস্পতিবার চোট পেয়েছেন তিনি। তার জায়গায় সুযোগ হতে পারে বিপিএলে চমক দেখানো তৌহিদ হৃদয় কিংবা শামীম হোসেনের। তবে বিশেষ বিবেচনায় থাকা তৌহিদ হৃদয়ের ওয়ানডে অভিষেকের সম্ভাবনাই জোরালো।

অলরাউন্ডার হিসেবে একাদশে থাকবেন মেহেদী হাসান মিরাজ এবং স্পিনার কোটায় তাইজুল। আর পেস বোলিংয়ের দায়িত্বে কাটার মাস্টার মুস্তাফিজ ও তাসকিন।

বিজ্ঞাপন

দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম/তৌহিদ হৃদয়/শামীম হোসেন, আফিফ হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |