ঢাকারোববার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

চ্যাম্পিয়নস ট্রফি

ভারতের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫ , ১০:০২ পিএম


loading/img
ছবি-বিসিবি

পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে পর্দা ‍উঠেছে চ্যাম্পিয়নস ট্রফির নবম আসরের। আসরের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী ভারতের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। শান্ত-লিটনদের জন্যই ম্যাচটি খুব গুরুত্বপূর্ণ। তাই শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামবে লাল-সুবজের প্রতিনিধিরা।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে দুপুর তিনটায় মাঠে নামবে বাংলাদেশ ও ভারত। এই ম্যাচের আগে আলোচনায় রয়েছে টাইগারদের একাদশ।

লিটন দাস না থাকায় সৌম্য সরকারের জায়গা অনেকটায় নিশ্চিত। কিন্তু তানজিদ তামিমের জায়গা পাওয়াটা অনেকটায় কঠিন। বাংলাদেশের দ্বিতীয় ওপেনারের সঙ্গে জড়িয়ে আছে চার নম্বর পজিশনের একটি সমীকরণ। তিনে দেখা যাবে অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে। 

বিজ্ঞাপন

চার নম্বর পজিশন নিয়ে কিছু সমস্যায় পড়তে হতে পারে টাইগার ম্যানেজমেন্টকে। এই জায়গাটার জন্য লড়াই করছেন মেহেদী হাসান মিরাজ ও তাওহীদ হৃদয়। এই দুজনকে একাদশে রাখলে তামিমের একাদশে সুযোগ পাওয়া কঠিন। চারে হৃদয় খেললে মিরাজকে দেখা যেতে পারে ওপেনিংয়ে। এর আগেও ওপেন করেছেন এই টাইগার অলরাউন্ডার।

অন্যদিকে পাঁচে মুশফিকুর রহিম ও ছয়ে অটোচয়েজ মাহমুদউল্লাহ রিয়াদ। সাতে দেখাবে তরুণ জাকের আলীকে। এ ছাড়াও আট নম্বর পজিশনটা নির্ভর করছে দলের বোলিং লাইনের উপর। কারণ, মিরাজের সঙ্গে স্পিনার হিসাবে রিশাদকে একাদশে জায়গা দিলে আটে তাকেই দেখা যাবে। কিন্তু ভারতের বিপক্ষে স্পিনার হিসেবে দেখা যেতে পারে নাসুমকে। দুবাইতে সবশেষ আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত পারফরম করেছিলেন এই বাঁহাতি স্পিনার।

আরও পড়ুন

ব্যাটটাও খারাপ চালান না। আর ভারতের মতো শক্তিশালী দলের বিপক্ষে দুই পেসার নিয়ে মাঠে নামার সম্ভবনা নেই বললেই চলে। তাই এই ম্যাচে রিশাদের একাদশে থাকা অনেকটা কঠিনই বলা চলে। এদিকে তিন পেসারের মধ্যে তাসকিন ও মোস্তাফিজের জায়গা নিশ্চিত।

কিন্তু তৃতীয় পেসার হিসেবে তানজিম সাকিবের সঙ্গে লড়াই করছেন তরুণ নাহিদ রানা। গতির দিক থেকে নাহিদ এগিয়ে থাকলেও অভিজ্ঞতা ও সবশেষ সাদা বলের পারফরম্যান্সের ভিত্তিতে সাকিবকেই ভারতের একাদশে দেখা যেতে পারে।

ভারত ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী, তাওহীদ হৃদয়, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান, এবং তাসকিন আহমেদ।

 

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |