ঢাকারোববার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

চ্যাম্পিয়নস ট্রফি

যে কারণে ভারত ম্যাচের একাদশে নেই মাহমুদউল্লাহ

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২৫ , ০৪:২৪ পিএম


loading/img
ছবি- বিসিবি

চ্যাম্পিয়নস ট্রফির অষ্টম আসরে সেমিফাইনালে উঠেছিল টাইগাররা। সেবার নিউজিল্যান্ডের বিপক্ষে দ্রুত ৪ উইকেট হারালেও সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহর দুর্দান্ত সেঞ্চুরিতে সেমিফাইনালের টিকিট পেয়েছিল তারা। কিন্তু এবার স্কোয়াডে সাকিব বাদ পড়লেও ছিলেন মাহমুদউল্লাহ।

বিজ্ঞাপন

কিন্তু দলের প্রথম ম্যাচের একাদশে জায়গা পাননি দেশসেরা এই ফিনিশার ব্যাটার। ভারতের বিপক্ষে তার বদলে স্কোয়াডে সুযোগ পেয়েছেন জাকের আলী।

বর্তমানে দুবাইয়ে অবস্থান করা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ২ শীর্ষ কর্তা দেশের একটি বেসরকারি গণমাধ্যমকে জানিয়েছেন, মাহমুদউল্লাহর ডান কাফের (পায়ে) মাসলে ব্যথা। তাই তাকে খেলানো হয়নি।

বিজ্ঞাপন

যদিও এমন গুঞ্জনও শোনা যাচ্ছে, টিম কম্বিনেশনের কারণেই বাদ দেওয়া হয়েছে মাহমুদউল্লাহকে। তাকে রাখলে জাকের আলী বা তাওহিদ হৃদয়ের মধ্যে একজনকে বাদ দিতে হতো। টিম ম্যানেজম্যান্ট সম্ভবত দুই তরুণকেই খেলাতে চেয়েছে। তাই বিশ্রাম দেওয়া হয়েছে মাহমুদউল্লাহকে।

বয়স বাড়লেও মাহমুদউল্লাহ এখনও দলের বড় ভরসার নাম। সবশেষ বিপিএলেও ব্যাট হাতে ছিলেন দারুণ ছন্দে। অভিজ্ঞতা আর ফর্মের বিচারে মাহমুদউল্লাহর চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা পাওয়াটা অনুমিতই ছিল।

আরটিভি/এসআর-টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |