মিকি আর্থারকে আবারও ফিরিয়ে এনেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত পাকিস্তানের হেড কোচের দায়িত্বে ছিলেন তিনি। এবার অভিজ্ঞ এই কোচকে ‘ডিরেক্টর অব ক্রিকেট’ পদে নিয়োগ দিয়েছে পিসিবি।
বৃহস্পতিবার (২০ এপ্রিল) আর্থারের নিয়োগের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে পিসিবি। এবার এ নিয়ে পিসিবির একহাত নিয়েছেন সাবেক চেয়ারম্যান রমিজ রাজা।
তার দাবি, আর্থার দূর থেকে পাকিস্তান ক্রিকেট পরিচালনা করবেন। কাউন্টির ডার্বিশায়ারের কোচ হিসেবে ২০২৫ সাল পর্যন্ত চুক্তি করেছেন তিনি। সেখানেও দায়িত্ব পালন করবেন তিনি, পিসিবির দায়িত্বও সামলাবেন।
ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকবাজকে তিনি জানিয়েছেন, প্রথমত, পাকিস্তান এমন একজন কোচ বা পরিচালক নিয়োগ দিয়েছেন, যিনি দূর থেকে কাজ করবেন। যার প্রধান চাকরি কাউন্টির দল সামলানো, এরপর পাকিস্তান ক্রিকেট বোর্ডের চাকরি। বিষয়টি গ্রামের সার্কাসের ভাঁড়ের মতো।
এদিকে পিসিবি জানিয়েছে, পাকিস্তান ক্রিকেটের দলের পরিকল্পনা সাজানো, প্রণয়ন এবং সামগ্রিক দিক পর্যবেক্ষণ করবেন দক্ষিণ আফ্রিকান এই কোচ। তবে ডার্বিশায়ার ক্রিকেট ক্লাবের সঙ্গে সম্পৃক্ত থাকায় দলের সঙ্গে সব সময় থাকবেন না তিনি।
চলতি বছরে ভারতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপ, অজিদের সঙ্গে সিরিজ, ক্যারিবীয়দের সঙ্গে হোম সিরিজ এবং এশিয়া কাপে দ্য গ্রিন ম্যানদের সঙ্গে থাকবেন আর্থার। তাই আর্থারের এমন নিয়োগ দেওয়ায় পিসিবির বর্তমান চেয়ারম্যান নাজাম শেঠির একহাত নিয়েছেন রমিজ রাজা।
রমিজের দাবি, পিসিবি চেয়ারম্যান, যিনি ক্রিকেট বোঝেন না, ক্লাবের একাদশে জায়গা পাওয়ার মতো যোগ্যতাও নেই।
রমিজ বলেছেন, রাজনীতি করে বোর্ডে এসেছেন, ক্লাব ক্রিকেট চালানোর সংকীর্ণতা নিয়ে পাকিস্তান ক্রিকেট পরিচালনা করছেন এবং মাসে মাসে ১২ লাখ রুপি বেতন নিয়ে যাচ্ছেন।