• ঢাকা বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১
logo

জার্সিতে পাকিস্তানের নাম রাখতে চায় না ভারত, ক্ষুব্ধ পিসিবি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২১ জানুয়ারি ২০২৫, ১৭:৩৪
চ্যাম্পিয়নস লিগ
ছবি- এএফপি

ভেন্যু নিয়ে নানা নাটকীয়তার পর হাইব্রিড মডেলে মাঠে গড়াতে যাচ্ছে চ্যাম্পিয়নস ট্রফি। পাকিস্তানে টুর্নামেন্টের পর্দা উঠলেও ভারতের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আরব আমিরাতে। তবে টুর্নামেন্ট শুরুর আগেই নতুন বিতর্ক নিয়ে হাজির হয়েছে ভারত। চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ পাকিস্তানের নাম ভারতীয় দলের জার্সিতে রাখতে চায় না বিসিসিআই।

সূত্রের বরাত দিয়ে এই খবর প্রকাশ করেছে ভারতের একাধিক গণমাধ্যম। আর এ খবরে ক্ষিপ্ত হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। ভারতের বার্তা সংস্থা আইএএনএসকে নাম প্রকাশ না করার শর্তে এক পিসিবি কর্মকর্তা বলেছেন, ক্রিকেটে রাজনীতি নিয়ে এসেছে বিসিসিআই।

তিনি বলেন, খেলাটির জন্য মোটেও ভালো কিছু নয়। তারা পাকিস্তানে আসতে অস্বীকৃতি জানাল। উদ্বোধনী অনুষ্ঠানেও তাদের অধিনায়ককে পাঠাতে চায় না। আর এখন আয়োজক দেশের নাম জার্সিতে রাখতে চায় না বলে সংবাদ হয়েছে। আমাদের বিশ্বাস, আইসিসি এটা হতে দেবে না এবং পাকিস্তানকে সমর্থন দেবে।

নিয়ম অনুযায়ী সব দলের জার্সিতে আয়োজক দেশের নাম থাকা বাধ্যতামূলক। কোনো কারণে ‘হাইব্রিড মডেলে’ টুর্নামেন্ট আয়োজিত হলেও মূল আয়োজক যে দেশ তার নামই থাকতে হবে জার্সিতে। যেমনটা হয়েছে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে। ভারত থেকে বিশ্বকাপ সরে আরব আমিরাতে গেলেও টুর্নামেন্টে সুযোগ পাওয়া দলগুলোর জার্সিতে ভারতের নামই ছিল।

আগামী ১৯ ফেব্রুয়ারিতে মাঠে গড়াবে ৮ দলের এই টুর্নামেন্ট। ১৯৯৬ সালের পর আবারও পাকিস্তান তৈরি হচ্ছে আইসিসি ইভেন্ট আয়োজনের জন্য। তবে ভারতের আপত্তিতে কদিন আগেও অনিশ্চিত ছিল চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন। শেষ পর্যন্ত হাইব্রিড মডেলে পাকিস্তানের তিন ভেন্যু ও দুবাইয়ে হবে টুর্নামেন্ট।

আরটিভি/এসআর-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুক্তরাষ্ট্র ছাড়তে হচ্ছে ১৮ হাজার ভারতীয় নাগরিককে  
সীমান্তে ফের কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা বিএসএফের
পিএসএলে বিদেশি খেলোয়াড় টানতে অভিনব উদ্যোগ পিসিবির
সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা, ৮ বাংলাদেশি আটক