ঢাকা

কম্বোডিয়ার উদ্দেশ্যে দেশ ছাড়লেন জামাল ভূঁইয়ারা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ১০ জুন ২০২৩ , ০৪:৪৩ পিএম


loading/img
ছবি- সংগৃহীত

দুটি প্রীতি ম্যাচ খেলতে কম্বোডিয়ার উদ্দেশ্যে দেশ ছেড়েছেন জাতীয় দলের ফুটবলাররা। 

বিজ্ঞাপন

শনিবার (১০ জুন) দুপুর একটা ৩৫ মিনিটে টিজি-৩৩২ ফ্লাইটে দেশ ছাড়েন জামাল ভূঁইয়ারা। 

ব্যাঙ্গালুরুতে বসতে যাওয়া সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি হিসেবে এই ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ। আগামী বৃহস্পতিবার (১৫ জুন) কম্বোডিয়ার বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাঠে নামবে জামালরা। এর আগে, কম্বোডিয়ার টিফফি আর্মি দলের বিপক্ষে খেলবে লাল-সবুজ শিবির। 

বিজ্ঞাপন

এদিকে ২১ জুন ভারতে বসতে যাচ্ছে সাফ চ্যাম্পিয়নশিপের চলতি বছরের আসর। টুর্নামেন্টটি চলবে ৫ জুলাই পর্যন্ত। 

সাফকে সামনে রেখে শুক্রবার ২৩ সদস্যের দল ঘোষণা করে বাফুফে। ২৩ সদস্যের দলে জায়গা হয়নি, প্রিমিয়ার লিগের সর্বাধিক গোল করা এলিটা কিংসলের। 

কিংসলে ছাড়াও দলে জায়গা হয়নি শাহরিয়ার ইমন, সাজ্জাদ হোসেন, টুটুল হোসেন বাদশা, রিমন হোসেন, মাশুক মিয়া জনি ও মেহেদী হাসান শ্রাবণের। চোট ও পারফরম্যান্স বিবেচনায় সাতজনকে রাখা হয়নি চূড়ান্ত দলে। প্রথমবারের মতো লাল-সবুজ দলে জায়গা করে নিয়েছেন শেখ মোরছালিন, আলমগীর ও রফিকুল ইসলাম।

বিজ্ঞাপন

টুর্নামেন্টে প্রথম ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে ‘বি’ গ্রুপের প্রতিপক্ষ লেবাননের সঙ্গে। ২২ জুন এশিয়ার অন্যতম শক্তিশালী দলটির বিপক্ষে মাঠে নামবে লাল-সবুজ জার্সিধারীরা। এ ছাড়া ২৫ জুন মালদ্বীপ ও ২৮ জুন ভুটানের বিপক্ষে খেলবেন জামাল ভূঁইয়ারা।

একনজরে ২৩ সদস্যের দল :

গোলরক্ষক : আনিসুর রহমান জিকো, মিতুল মারমা, শহিদুল আলম।

ডিফেন্ডার : তপু বর্মণ, বিশ্বনাথ ঘোষ, কাজী তারিক রায়হান, রহমত মিয়া, আলমগীর মোল্লা, মেহেদি হাসান, ইশা ফয়সাল।

মিডফিল্ডার : মোহাম্মদ হৃদয়, সোহেল রানা, শেখ মোরসালিন, জামাল ভূঁইয়া (অধিনায়ক), মজিবুর রহমান জনি, সোহেল রানা, রবিউল হাসান।

ফরোয়ার্ড : ফয়সাল আহমেদ ফাহিম, মোহাম্মদ ইব্রাহিম, আমিনুর রহমান সজীব, রাকিব হোসেন, সুমন রেজা ও রফিকুল ইসলাম।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |