• ঢাকা সোমবার, ২৭ জানুয়ারি ২০২৫, ১৩ মাঘ ১৪৩১
logo

গণতন্ত্রের বাইরে অন্য উদ্দেশ্য থাকলে ভালো হবে না: আমীর খসরু

আরটিভি নিউজ

  ২৫ জানুয়ারি ২০২৫, ১৪:০৩
গণতন্ত্রের বাইরে অন্য উদ্দেশ্য থাকলে ভালো হবে না: আমীর খসরু
ফাইল ছবি

গণতন্ত্রের বাইরে অন্য কোনো উদ্দেশ্য থাকলে ভালো হবে না বলে অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ারি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ‘মুক্তিযুদ্ধ ও আধুনিক বাংলাদেশ বিনির্মাণে শহীদ জিয়ার অবদান’ বিষয়ক আলোচনা সভায় এ হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে আমীর খসরু বলেন, সব দলের সমর্থনে এই সরকার গঠন হয়েছে। শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করা উচিত। আর যদি গণতন্ত্রের বাইরে অন্য কোনো উদ্দেশ্য থাকে, সেটা ভালো হবে না। সরকারের কথাবার্তা ও আচার-আচরণে এর বাইরে কিছু চিন্তা করা সমুচিত নয়।

তিনি বলেন, সব বিষয়ে ঐক্য না-ও থাকতে পারে। তবে, যত দ্রুত নির্বাচন হবে, তত ভালো।

বাংলাদেশের ৯০ শতাংশ রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কার বিএনপি করেছে দাবি করে বিএনপির এ নেতা বলেন, ছয় বছর আগে খালেদা জিয়া ভিশন-২০৩০ এ সংস্কারের কথা বলেছেন। সর্বোচ্চ দুইবার প্রধানমন্ত্রী, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের কথাও তাতে উল্লেখ ছিল। আর এখন বিএনপিকেই সংস্কারের সবক দেওয়া হচ্ছে।

আমীর খসরু বলেন, বাংলাদেশে সংস্কারের নায়ক প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দেশের ক্রান্তিকালে জাতীয়তাবাদের সত্তা দিয়েছেন তিনি। জর্জ ওয়াশিংটনের সঙ্গে তার তুলনা হয়। বিএনপি কখনও জিয়াউর রহমানকে মহামানব বানায়নি। যারা জিয়াবাদ আবিষ্কার করতে চায় তাদের উদ্দেশ্য ভালো না। রাজনীতিবিদরা ইতিহাসবিদ হয়ে গেলে সমস্যা হয়।

সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, সংস্কারের অগ্রদূত বিএনপি। দুই বছর আগেই তারেক রহমান সংস্কারের ঘোষণা দিয়েছেন। সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

আরটিভি/এসএইচএম/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিক্ষার্থীদের উদ্দেশ্যে যা বললেন ঢাবির প্রো-ভিসি
ভিন্নমত থাকতে পরে, তবে আমাদের উদ্দেশ্য এক ও অভিন্ন: তারেক রহমান
বহুদলীয় গণতন্ত্রকে গলাটিপে হত্যা করে আ.লীগ: তারেক রহমান
গণতন্ত্র ও ভোটের অধিকার ফেরাতে সংকল্পবদ্ধ হতে হবে: তারেক রহমান