ঢাকাশনিবার, ০২ আগস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২

‘বড় ভাই’ ভারতকে হারাতে চান জামাল ভূঁইয়ারা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ২৪ মার্চ ২০২৫ , ০৮:০৪ পিএম


loading/img
ছবি: বাফুফে

এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচে মঙ্গলবার (২৫ মার্চ) ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী হামজা-জামালরা। তবে মাঠে নামার আগে ভারতকে ‘বড় ভাই’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ অধিনায়ক।

বিজ্ঞাপন

সোমবার (২৪ মার্চ) ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন জামাল ভূঁইয়া। এ সময় ভারতকে বড় ভাইয়ের সঙ্গে তুলনা করে তিনি বলেন, আপনি যখন বড় ভাইয়ের বিপক্ষে খেলতে চান তখন সব সময় জিততে চান, তাই নয়? আমরা কিন্তু তাই করতে চাই।

সবশেষ প্রকাশিত র‍্যাঙ্কিং অনুসারে, ভারতের অবস্থান ১২৬ নম্বরে। তাদের চেয়ে ৫৯ ধাপ পেছনে থাকা বাংলাদেশ রয়েছে ১৮৫তম স্থানে। অর্থাৎ কাগজে-কলমে শক্তির বিবেচনায় ভারত এগিয়ে। 

বিজ্ঞাপন

তবে র‌্যাঙ্কিংয়ের ব্যবধান ভাবছেন না বাংলাদেশের অধিনায়ক। জামালের ভাষ্য, ‘নিয়ে চিন্তা করি না। আমাদের ফোকাস ম্যাচ জিততে হবে।’ 

কাগজে-কলমে শক্তির বিবেচনায় ভারত এগিয়ে। তবে হামজার অন্তর্ভুক্তি দুই দলের সামর্থ্য ও দক্ষতার পার্থক্য নিয়ে নতুন করে ভাবাচ্ছে ভারতকে। কারণ, হামজার অন্তর্ভুক্তিতে বেশ সতেজ রয়েছে বাংলাদেশ দল।

এ নিয়ে জামাল বলেন, হামজা আসাটা আমাদের জন্য ইতিবাচক। অন্য খেলোয়াড়দের মানসিকতার পরিবর্তন হয়েছে। খেলোয়াড়রা এখন জিততে চায়।

বিজ্ঞাপন

২০১৯ সালে এশিয়ান কাপ বাছাইয়ে কলকাতার সল্টলেকে বাংলাদেশ-ভারত ম্যাচের আগে জামাল বলেছিলেন, ‘আইএসএলের কারণে বাংলাদেশের চেয়ে এগিয়ে ভারত।’ ছয় বছর পরও কি এই অবস্থানে আছেন বাংলাদেশের অধিনায়ক। 

বিজ্ঞাপন

ভারতীয় সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে জামাল বলেন, আমি এখনও বলব আইএসএল বাংলাদেশ প্রিমিয়ার লিগের চেয়ে এগিয়ে। তবে আমি মনে করি না দুই দেশের লোকাল ফুটবলারদের মধ্যে বড় কোনো পার্থক্য আছে।

আরটিভি/এসআর

 

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...

Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |