আগামী ২৫ মার্চ এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচকে সামনে রেখে অনুশীলন শুরু করেছে জামাল-তপুরা। ভারতের ম্যাচকে ছাপিয়ে আলোচনায় আরও একটি নাম তিনি হলেন হামজা চৌধুরী। লাল-সবুজের জার্সিতে অভিষেকের অপেক্ষায় আছেন তিনি। হামজা দলে আসলে দল উজ্জীবিত হবে বলে জানিয়েছিলেন অধিনায়ক জামাল ভূঁইয়াও।
শনিবার (১ মার্চ) রাজধানীর বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুশীলনের ফাঁকে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেছেন তিনি।
হামজা চৌধুরী প্রসঙ্গে জামাল বলেন, আমি মনে করি, হামজা চৌধুরী কেবল আমাদের দলেরই সেরা খেলোয়াড় নন, তিনি দক্ষিণ এশিয়াতে সেরা। তার মতো খেলোয়াড় যোগ দিলে দল আরো উজ্জীবিত হবে। এই ম্যাচে অবশ্যই আমরা ভালো কিছু আশা করি। যদি হেড টু হেড হিসাব করি তাহলে মনে করি, ভারতের সাথে আমাদের অনেক বড় পার্থক্য আছে। তবে, আমরা প্রত্যাশা করছি একটা ইতিবাচক ফল। অবশ্যই আমরা ভারত থেকে তিন পয়েন্ট নিতে চাই।
আগামী ১৯ মার্চ ঢাকায় দলের সঙ্গে যোগ দিবেন এই ইংল্যান্ড প্রবাসী। আর ইতালি প্রবাসী ফাহামেদুল ইসলাম ১০ মার্চ সৌদিতে দলের অনুশীলনে যোগ দেবেন।
ফাহামেদুল ইসলামকে নিয়ে বাংলাদেশ অধিনায়ক বলেন,
তাকে দলের সাথে মানিয়ে নিতে হবে। আমি আসলেই তাকে চিনি না। তাই তার সম্পর্কে তথ্য দিতে পারবো না। কোচ তাকে পছন্দ করেছেন। অবশ্যই সে ভালো খেলোয়াড়। তাকে আগে আমাদের সাথে মানিয়ে নিতে হবে, তারপর আমরা দেখবো কী হয়।
প্রবাসী খেলোয়াড়দের দলে নেওয়া নিয়ে তিনি বলেন, প্রবাসী খেলোয়াড়দের আসা একটা ইতিবাচক দিক। বিদেশ থেকে অনেক খেলোয়াড় আসছেন। যারা বাংলাদেশের হয়ে খেলতে চান, বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে চান। এটা ইতিবাচক দিক। আমি চাই আরও বেশি প্রবাসী এলে ভালো। কারণ, অন্যান্য দেশ একই কাজ করছে। যদি দেখেন ফ্রান্স দলের দিকে, ওরা কিন্তু অনেক বিদেশি নিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে।
উল্লেখ্য, আগামী ১৬ মার্চ হামজার ও ইতালি প্রবাসী ফাহামেদুলের ৮ মার্চে ম্যাচ আছে। ম্যাচ শেষ করেই দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে তাদের।
আরটিভি/এসআর