ঢাকা

ডিসেম্বরের সেরা খেলোয়াড়ের মনোনয়ন পেলেন তাইজুল

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ০৮ জানুয়ারি ২০২৪ , ০৫:৩৯ পিএম


loading/img
ছবি- সংগৃহীত

সিলেটে নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয় পেয়েছিল টাইগাররা। দেশের মাটিতে প্রথমবার কিউইদের টেস্টে হারিয়ে সিরিজ জয়ের স্বপ্ন দেখেছিল বাংলাদেশ। এই ম্যাচে ১০ উইকেট নিয়ে জয়ের জন্য বড় অবদান রেখেছিলেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। পরের ম্যাচে মিরপুরে না জিতলেও পাঁচ উইকেট শিকার করেন তিনি। 

বিজ্ঞাপন

এমন দুর্দান্ত পারফরম্যান্সের জন্য আইসিসির ডিসেম্বরের সেরা খেলোয়াড় পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশের তাইজুল ইসলাম। যেখানে তার সঙ্গে প্রতিদ্বন্দ্বীতা করছেন অজি অধিনায়ক প্যাট কামিন্স ও কিউই অলরাউন্ডার গ্লেন ফিলিপস।

ডিসেম্বর মাসটা দারুণ কেটেছে কামিন্সেরও। ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে মেলবোর্ন টেস্টে ১০ উইকেট শিকার করেন ডানহাতি এই পেসার। দুই ইনিংসেই তার ঝুলিতে যায় পাঁচটি উইকেট। স্পর্শ করেন ২৫০ উইকেটের মাইলফলক। সেই সঙ্গে মেলবোর্ন টেস্ট জিতে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে ওঠে অস্ট্রেলিয়া।

বিজ্ঞাপন

অন্যদিকে উইকেটরক্ষক ব্যাটার হিসেবে ক্রিকেটে অভিষেক করলেও বাংলাদেশ সফরে স্পিন বোলার হিসেবে নতুন আত্মপ্রকাশ ঘটে ফিলিপসের। প্রথম ম্যাচে ৫ উইকেট নেওয়ার পাশাপাশি প্রথম ইনিংসে করেন ৬২ বলে ৪২ রান। যদিও বাংলাদেশের জয়ে ভেস্তে যায় তার এই অলরাউন্ড পারফরম্যান্স। তবে দ্বিতীয় টেস্টে তার ব্যাটে ভর করে সিরিজ সমতা করে কিউইরা। প্রথম ইনিংসে ৮৭ রানের পর দ্বিতীয় ইনিংসে অপরাজিত ৪০ রান করেন তিনি।

এ ছাড়াও মেয়েদের বিভাগে মনোনয়ন পেয়েছেন জিম্বাবুয়ের প্রেশাস মারাঙ্গে, ভারতের জেমাইমা রদ্রিগেজ ও দীপ্তি শর্মা।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |