রোনালদোর ছেলের চোখে এমবাপ্পেই সেরা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি ২০২৫ , ১০:১০ এএম


রোনালদো-এমবাপ্পে
ছবি- গোলডটকম

বয়সটা ৩৯ হলেও ফুটবল মাঠে এখানও দাপিয়ে বেড়াচ্ছে পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। হাজার হাজার তরুণ ফুটবলারদের আইডল তিনি। তবে রোনালদোকে বিশ্বসেরা ফুটবলার হিসেবে মেনে নিতে পারছে তার ছেলে। রোনালদোর ছেলের চোখে এমবাপ্পেই সেরা।

বিজ্ঞাপন

সম্প্রতি স্প্যানিশ টেলিভিশন চ্যানেল ‘লা সেকসতা’কে দেওয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই ফুটবলার। 

রোনালদোর ভাষ্য, মাতেও এমবাপেকে খুব পছন্দ করে। সে মাঝেমধ্যে আমাকে বলে; ‘বাবা, এমবাপ্পে তোমার চেয়ে ভালো।’ তখন আমি উত্তর দিয়ে বলি: ‘না, আমি তার চেয়ে ভালো, আমি বেশি গোল করেছি (হাসি)। বিষয়টা মজার।

বিজ্ঞাপন

অথচ রোনালদোকে আইডল মেনেই ফুটবলে বড় কিছু করার স্বপ্ন দেখেছিলেন এমবাপ্পে। রোনালদোর স্বর্ণ যুগ কেটেছে রিয়াল মাদ্রিদের। ২০০৯ থেকে ২০১৮ পর্যন্ত রিয়ালের হয়ে ক্লাব রেকর্ড ৪৫০ গোল করেন রোনালদো।

তাই রোনালদোর মতোই নিজের সেরা সময় কাটানোর জন্য ফ্রান্স থেকে স্পেনে পাড়ি জমিয়েছেন এমবাপ্পে। চলতি মৌসুমে লা লিগায় ১৯ ম্যাচে ১৫ গোল করে সর্বোচ্চ গোলদাতার তালিকায় দুইয়ে আছেন ২৬ বছর বয়সী এমবাপ্পে।
 
এদিকে সৌদি ভালো সময় পার করছেন রোনালদোও। চলতি মৌসুমে ১৬ ম্যাচে ১৪ গোল করে সৌদি প্রো লিগের সর্বোচ্চ স্কোরার আল নাসর ফরোয়ার্ড। আন্তর্জাতিক ফুটবলের রেকর্ড স্কোরার তিনি অনেক দিন ধরেই। এখন ছুটছেন ক্যারিয়ারে হাজার গোলের মাইলফলক ছোঁয়ার দিকে। তার মোট গোল এখন ৯২০টি।

আরটিভি/এসআর/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission