ঢাকাশুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

পিএসএলে বিদেশি খেলোয়াড় টানতে অভিনব উদ্যোগ পিসিবির

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫ , ০২:৫৪ পিএম


loading/img
ছবি-পিএসএল

দেশের ক্রিকেটের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বলা হয় বিপিএলকে। ২০১২ সালে যাত্রা শুরু করে টুর্নামেন্টটির ১১তম আসর শেষ হতে চললেও বিতর্ক পিছু ছাড়েনি বিপিএলের। অব্যবস্থাপনা এবং অনিয়মে জর্জরিত বিপিএল। অথচ এক বছর পর যাত্রা শুরু করে বিপিএলের অনেক ওপরে উঠে গেছে পিএসএল।

বিজ্ঞাপন

কয়েক দিন আগেই পেমেন্ট না পাওয়ায় বিপিএলে অনুশীলন বয়কট করেছিল রাজশাহীর ক্রিকেটাররা। পেমেন্ট না করে টুর্নামেন্ট শেষ করার ইতিহাসও রয়েছে বিপিএলে। যা বিশ্বের ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে দেখা যায় না। এ ছাড়াও ‍শুরুর কয়েকটি আসরে তারকা ক্রিকেটারদের দেখা গেলেও এখন আর সে রকম দেখা যায় না।

যার প্রমাণ এবারের বিপিএল। লিজেন্ড লিগের ক্রিকেটার থেকে শুরু করে অনেক অপরিচিত মুখকে দলে ভিড়িয়েছে দলগুলো। যার অন্যতম কারণ অর্থ। অথচ ফ্র্যাঞ্চাইজ লিগে নামী বিদেশি তারকাদের উপস্থিতিই টুর্নামেন্টের মান যাচাইয়ের মূল উপাদান হিসেবে বিবেচনা করা হয়। 

বিজ্ঞাপন

বিসিবি না পারলেও এবার বিদেশি তারকাদের নিয়ে দুর্দান্ত পরিকল্পনা সাজিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পিএসএলে থাকা সব দলের প্লাটিনাম ক্যাটাগরির খেলোয়াড়দের এই লিগের প্রতি আগ্রহ বাড়াতে আর্থিক সাহায্য করছে বোর্ড। 

ডেভিড ওয়ার্নার, কেইন উইলিয়ামসন, ফিন অ্যালেন কিংবা ড্যারিল মিচেলের মতো তারকারা আসছেন এবারের পিএসএলে। তাদের আর্থিক দিক থেকেও নিশ্চয়তা দিতেই এই সিদ্ধান্ত নিয়েছে পিসিবি।

পাকিস্তানের গণমাধ্যমের খবর বলছে, পিসিবি ১০ লাখ ডলারের একটি বিশেষ তহবিল গঠন করেছে। যা বাংলাদেশি টাকায় প্রায় প্রায় ১২ কোটি ১৬ লাখ টাকা। সেখান থেকে ছয় বিদেশি ক্রিকেটারের প্রত্যেককে ১ লাখ ডলার করে প্রদান করবে। যা খেলোয়াড়দের জন্য বাড়তি আর্থিক প্রণোদনা হিসেবে বিবেচনা করা হবে। 

বিজ্ঞাপন

উদাহরণ হিসেবে বলা যায়, ড্রাফট থেকে ডেভিড ওয়ার্নারকে করাচি কিংস ৩ লাখ ডলারে দলে ভিড়িয়েছে। এই সিদ্ধান্তের পর ওয়ার্নারকে করাচি কিংস দেবে ২ লাখ ডলার আর ১ লাখ ডলার দেবে পিসিবি। এর মাধ্যমে এবারের আসরে সবচেয়ে বেশি দামের খেলোয়াড়দের (প্লাটিনাম ক্যাটাগরি) বেস প্রাইজ গিয়ে ঠেকেছে ৩ লাখ ডলারে। 

পিসিএলের এবারের আসরে ৬ প্লাটিনাম খেলোয়াড় 

ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া), কেইন উইলিয়ামসন (নিউজিল্যান্ড), ড্যারিল মিচেল (নিউজিল্যান্ড), ফিন অ্যালেন (নিউজিল্যান্ড), ম্যাথু শর্ট (অস্ট্রেলিয়া), শন অ্যাবট (অস্ট্রেলিয়া)। 

আরটিভি/এসআর/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |