ঢাকাশুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

শামার জোসেফকে বিশ্বকাপেও চান গেইল

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ২৩ মার্চ ২০২৪ , ১০:৫৬ এএম


loading/img
ছবি-সংগৃহীত

গ্যাবায় ওয়েস্ট ইন্ডিজের ঐতিহাসিক টেস্ট জয়ের নায়ক ছিলেন শামার জোসেফ। অ্যাডিলেডে অভিষেকেই ৫ উইকেট নিয়েছিলেন তিনি। এরপর গ্যাবায় ৬৭ রানে ৭ উইকেট নিয়ে একাই অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে দিয়েছিলেন এই পেসার।

বিজ্ঞাপন

এমন দুর্দান্ত বোলিংয়ের পর পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নাম লেখান তিনি। তবে চোটের কারণে খেলা হয়নি পিএসএলে। চলতি আইপিএলে তাকে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের হয়ে খেলতে দেখা যাবে।

তরুণ এই পেসারের টি-টোয়েন্টি ফরম্যাটে খেলার খুব একটা অভিজ্ঞতা নেই। মাত্র দুটি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। তবুও এই পেসারকেই ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে চান ক্রিস গেইল। অন্যদিকে বেশ কিছুদিন ধরেই ক্যারিবিয়ানদের সার্ভিস দিচ্ছেন আলজারি জোসেফ।

বিজ্ঞাপন

গেইলের দাবি, তার (জোসেফ) সঙ্গে শামার যোগ দলে ক্যারিবীয়দের পেস আক্রমণ দারুণ শক্তিশালী হবে।

বার্তা সংস্থা রয়টার্সকে গেইলের ভাষ্য, আমাদের ইতোমধ্যে আলজারি জোসেফ আছে, দুজন জোসেফকে পেলে তাই দারুণ হবে। দুজনই হয়তো একসঙ্গে খেলবে না। কিন্তু কেউ যদি চোটে পড়ে, তাহলে তাকে (শামার) দরকার পড়বে আমাদের। নির্বাচকদের জন্য এটা একটা মধুর সমস্যা।

এদিকে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক ছিল অস্ট্রেলিয়া। অজিদের মাটিতে সুপার টুয়েলভে খেলা হয়নি ক্যারিবীয়দের। অবশ্য বৈশ্বিক এই মহারণের পর থেকেই দারুণ পারফর্ম করছে ওয়েস্ট ইন্ডিজ। সবশেষ সাউথ আফ্রিকা, ভারত ও ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতেছে তারা।

বিজ্ঞাপন

হারানো গৌরব ফেরাতে নিরলসভাবে কাজ করছেন ক্যারিবিয়ানদের হয়ে ২০১২ ও ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়ক ড্যারেন স্যামি। দলটির প্রধান কোচের ভূমিকায় আছেন তিনি। অন্যদিকে পুরোনো ক্রিকেটারদের মধ্যে আন্দ্রে রাসেল, জেসন হোল্ডাররা এখন নিয়মিত খেলছে। বিষয়টি নিয়ে বেশ খুশি গেইল।

এই ব্যাটিং দানবের ভাষ্য, আন্দ্রে রাসেল দলে ফিরেছে। জেসন হোল্ডার ও নিকোলাস পুরানের অভিজ্ঞতা আছে। ওয়েস্ট ইন্ডিজের শিরোপা উঁচিয়ে ধরতে তাদের বড় ভূমিকা থাকবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |