• ঢাকা শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১
logo

ব্রাভোকে নিয়োগ দিয়ে আরও এক চমক আফগানিস্তানের

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২১ মে ২০২৪, ১৯:০১
আফগানিস্তান
ছবি- সংগৃহীত

আর মাত্র ১২ দিন পরই পর্দা উঠতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের। আসন্ন এই টুর্নামেন্টকে কেন্দ্র করে দল ঘোষণা থেকে জার্সি উন্মোচন সবখানেই চমক দিয়ে যাচ্ছে আফগানিস্তান।

এবার বোলিং পরামর্শক হিসেবে ডোয়াইন ব্রাভোকে নিয়োগ দিয়ে আরও একটি চমক দিলো আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। মঙ্গলবার (২১ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে এসিবি। বিশ্বকাপের আগেই দলের সঙ্গে প্রস্তুতি ক্যাম্পে তিনি যোগ দেবেন ব্রাভো।

সম্প্রতি আইপিএলের দল চেন্নাই সুপার কিংসের বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন টি-টোয়েন্টিতে প্রায় সাত হাজার রান করা এ অলরাউন্ডার। এসিবি তাদের সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, ব্রাভোর খেলার ধরন ও বিনোদনের কারণে বিশ্বজুড়ে তিনি সম্মানিত ও সমাদৃত।

ওয়েস্ট ইন্ডিজের এই কিংবদন্তি টি-টোয়েন্টি ইতিহাসের সর্বোচ্চ ৬২৫টি উইকেটের মালিক। জাতীয় দলের জার্সি গায়ে তিন সংস্করণ মিলিয়ে ২৯৫টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি। ২০২১ সাল পর্যন্ত সবকটি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা ব্রাভো ওয়েস্ট ইন্ডিজের হয়ে জিতেছেন দুটি শিরোপা।

টি-টোয়েন্টি বিশ্বকাপে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, উগান্ডা ও পাপুয়া নিউগিনির সঙ্গে গ্রুপ ‘সি’তে আছে আফগানিস্তান। গ্রুপ পর্বে তাদের সব কটি ম্যাচই ওয়েস্ট ইন্ডিজে। স্বাভাবিকভাবেই ত্রিনিদাদের ব্রাভোর অভিজ্ঞতা তাদের কাজে দেবে।

মন্তব্য করুন

Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মধুর প্রতিশোধের মধ্য দিয়ে ফাইনালের টিকিট পেল দক্ষিণ আফ্রিকা
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চ্যালেঞ্জিং পুঁজি অস্ট্রেলিয়ার
ফাইনালে ওঠার লড়াইয়ে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠাল দক্ষিণ আফ্রিকা
জমে উঠেছে সেমিফাইনালের লড়াই, দেখে নিন সূচি