এলপিএলে তাসকিনের খেলা নিয়ে যা বললেন পাপন

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ২২ মে ২০২৪ , ০৯:১৬ পিএম


পাপন
ছবি : সংগৃহীত

লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) একমাত্র বাংলাদেশি হিসেবে দল পেয়েছেন পেসার তাসকিন আহমেদ। তবে নিলামের আগেই বিদেশি আইকন ক্রিকেটার হিসেবে দল পেয়েছিলেন মোস্তাফিজুর রহমান। ফলে দুই টাইগার পেসার এবার শ্রীলঙ্কার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট মাতাবেন। তবে শেষ পর্যন্ত তারা খেলার অনুমতি পাবেন কিনা, তা নিয়েই সংশয় আছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২১ মে) ৫০ হাজার মার্কিন ডলারে তাসকিনকে দলে নেয় কলম্বো স্ট্রাইকার্স। এর আগে, গত বছর বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পেয়েছিলেন তিনি। তবে তাকে খেলার অনুমতি দেয়নি বিসিবি। এবার অনুমতি মিললে প্রথমবার লঙ্কান লিগে খেলবেন তিনি। 

তাসকিনের খেলা নিয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের ভাষ্য, ‘(তাসকিনের ডাক পাওয়া) বড় পাওয়া কি না, সেটা নির্ভর করবে বিশ্বকাপের ওপর। ওরা ওখানে কি করে, আগে সেটা দেখে নেই। পারফরম্যান্স দেখে বলতে পারব, এটা বড় পাওয়া না অন্য কিছু। শুনুন, সবার আগে দেশ, তারপর অন্য জিনিস। আমরা চাই ওরা ওদের শ্রেষ্ঠ খেলাটা খেলুক, বাংলাদেশের জন্য। এটা প্রতিটা খেলোয়াড়ের জন্যই বলছি।’

বিজ্ঞাপন

পাপন যোগ করেন, ‘আমাদের এখানে সেরাটা দিক সবাই। এটা জানি, চেষ্টা সবাই করে, কিন্তু সবসময় তো আর হয় না। আশা করি, তারা তাদের সেরাটা খেলতে পারবে। আর তারপর এলপিএল, আইপিএল যা যা আছে; সেখানে খেলবে। এসব টুর্নামেন্টে তারা যত বেশি সুযোগ পাবে, সেটা কিন্তু আমাদের জন্যই ভালো। এতে তারাও খুশি, আমরাও খুশি। কিন্তু দেশের খেলা বাদ দিয়ে নয়।’

উল্লেখ্য, চোটের কারণে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে তাসকিনের খেলা নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে। তবে টাইগার টিম ম্যানেজমেন্টের বিশ্বাস, বৈশ্বিক টুর্নামেন্টের আগেই সুস্থ হয়ে উঠবেন তিনি। একই কারণে বিশ্বকাপের আয়োজক যুক্তরাষ্ট্রের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে তাকে দলে রাখেননি নির্বাচকরা।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission